আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
A
আরব সাগর
B
বঙ্গোপসাগর
C
পারস্য উপসাগর
D
লোহিত সাগর
উত্তরের বিবরণ
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
-
অবস্থান: বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশ
-
শাসনব্যবস্থা: ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
-
উপাদান: দুটি প্রধান দ্বীপগুচ্ছ
-
উত্তর: আন্দামান দ্বীপপুঞ্জ
-
দক্ষিণ: নিকোবর দ্বীপপুঞ্জ
-
-
ভৌগোলিক সাপেক্ষ: থাইল্যান্ড ও মিয়ানমারের উপকূলের কাছে
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 2 months ago
নিচের কোনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
ফ্রান্স
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
-
প্রধান দায়িত্ব: বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা
-
মোট সদস্য সংখ্যা: ১৫
-
স্থায়ী সদস্য: ৫ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন)
-
অস্থায়ী সদস্য: ১০
-
-
ভেটো ক্ষমতা:
-
স্থায়ী সদস্যরা "ভেটো" প্রয়োগ করতে পারে, যার অর্থ “আমি এটা মানি না”
-
কোনো প্রস্তাব গৃহীত হতে হলে মোট ৯টি সদস্যের সম্মতি প্রয়োজন, এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্যও থাকতে হবে
-
যদি কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে, প্রস্তাব বাতিল হয়ে যায়
-
-
উল্লেখযোগ্য: কানাডা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ নয়।

0
Updated: 2 weeks ago
বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
Created: 1 week ago
A
নাইজেরিয়া
B
কিউবা
C
ইউক্রেন
D
সেনেগাল
বিশ্বব্যাংক (World Bank):
বিশ্বব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করা। এটি মূলত উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করে।
গঠন ও প্রতিষ্ঠা:
-
বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত সম্মেলনে (Bretton Woods Conference)।
-
ওই সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
এটি ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৪৬ সালের জুন মাসে বিশ্বব্যাংক তার কার্যক্রম শুরু করে।
প্রধান তথ্যাবলি:
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান সদস্য দেশ: ১৮৯টি
-
সর্বশেষ সদস্য দেশ: নাউরু (Nauru) — ১২ এপ্রিল, ২০১৬ সালে সদস্যপদ লাভ করে।
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা (Ajay Banga)
বিশ্বব্যাংকের কাঠামো:
বিশ্বব্যাংক আসলে দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত—
১. International Bank for Reconstruction and Development (IBRD)
২. International Development Association (IDA)
এ দুটি প্রতিষ্ঠান একসঙ্গে World Bank Group (WBG)-এর মূল অংশ হিসেবে কাজ করে।
বিশেষ তথ্য:
-
কিউবা হলো একমাত্র দেশ, যা ১৯৬০ সালের ১৪ নভেম্বর বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়।
মূল লক্ষ্য ও কার্যাবলি:
-
দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
-
উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে সহায়তা প্রদান।
-
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পানি ও জ্বালানি খাতে প্রকল্প সহায়তা।
-
নীতি পরামর্শ ও গবেষণা সহযোগিতা প্রদান।

0
Updated: 1 week ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-

0
Updated: 2 weeks ago