A
জার্মানি ও ফ্রান্স
B
ইউক্রেন ও রাশিয়া
C
চিলি ও প্যারাগুয়ে
D
জার্মানি ও পোল্যান্ড
উত্তরের বিবরণ
ম্যাজিনো লাইন
-
অবস্থান: ফ্রান্স ও জার্মানির সীমান্ত
-
কার্য: ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থা
-
নির্মাণ: প্রথম বিশ্বযুদ্ধের পর, জার্মানি ও ইতালির সীমান্ত বরাবর
-
উদ্দেশ্য: সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে অদম্য প্রতিরক্ষা
-
ইতিহাস: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী এই লাইন পাশ কাটিয়ে ভেঙে প্রবেশ করেছে
অন্যান্য সীমারেখা:
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 2 weeks ago
'কলম্বিয়া' কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
এশিয়া
B
ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
উত্তর আমেরিকা
কলম্বিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
কলম্বিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
-
আয়তন: ৪৪০,৫৩১ বর্গ মাইল।
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: বোগোটা
-
ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম, মূলত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: পেসো
-
-
অর্থনীতি ও উৎপাদন:
-
প্রধান অর্থকরী ফসল: কফি
-
বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী
-
দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ
-
-
রাষ্ট্র ও সরকার:
-
রাষ্ট্রপতি প্রধান।
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা?
Created: 2 weeks ago
A
UNEP
B
IPCC
C
IUCN
D
WWF
UNEP (United Nations Environment Programme)
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন প্রতি বছর পালিত হয়
-
সদস্য রাষ্ট্র: ১৯৩ টি (আগস্ট, ২০২৫)
-
প্রধানের পদবী: নির্বাহী পরিচালক
-
পুরস্কার: চ্যাম্পিয়ন অব দ্য আর্থ
উৎস: UNEP অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 2 weeks ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 2 weeks ago