বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রেখা কোন দুই দেশের মধ্যে?
A
পর্তুগাল ও স্পেন
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
ভারত ও চীন
D
চীন ও রাশিয়া
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Ping Pong Diplomacy'র সাথে জড়িত কোন দুটি দেশ?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C
চীন ও জাপান
D
তাইওয়ান ও জাপান
Ping Pong Diplomacy হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য টেবিল টেনিসের ব্যবহার, যা ইতিহাসে পরিচিত Shuttle Diplomacy নামে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটায় এবং দুই দেশের কূটনৈতিক সংযোগের নতুন দ্বার উন্মুক্ত করে।
-
১৯৪৯ সালে মাও সেতুং নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে
-
১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রণ জানানো হয়; এটি ১৯৪৯ সালের পর মার্কিন প্রতিনিধির প্রথম চীন সফর ছিল
-
ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়
-
১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার গোপন সফরে চীন যান
-
১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়
-
১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন, এরপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়
-
টেবিল টেনিস খেলাটি ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয় এবং নামটি ১৯২১-২২ সালে গৃহীত হয়
-
প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৯২৬ সালে লন্ডনে অনুষ্ঠিত হয়; ১৯৩৯ পর্যন্ত খেলায় মধ্য ইউরোপের খেলোয়াড়দের আধিপত্য ছিল
উৎস:

0
Updated: 3 weeks ago
উলফা কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
Created: 1 week ago
A
ভারত
B
পাকিস্তান
C
শ্রীলঙ্কা
D
নেপাল
United Liberation Front of Assam (ULFA) হলো ভারতের আসামের একটি বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠন, যা স্বাধীন আসাম রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।
-
সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে।
-
প্রধান লক্ষ্য: ভারত থেকে মুক্ত হয়ে স্বাধীন আসাম রাজ্য প্রতিষ্ঠা করা।
-
প্রধান নেতৃবৃন্দ: পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, অরবিন্দ রাজখোয়া।
-
পরেশ বড়ুয়া বর্তমানে উলফার প্রধান।
-
ভারত সরকার ১৯৯০ সালে ULFA-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণা করে।

0
Updated: 1 week ago
নিচের কোন কাজটি ওপেক পরিচালনা করে?
Created: 2 months ago
A
বিশ্বে গমের দামের নিয়ন্ত্রণ
B
তেল উৎপাদনের সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখা
C
পরমাণু শক্তি বিস্তার
D
বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থাপনা
ওপেক (OPEC)
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries
-
প্রকার: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর, ১৯৬০, বাগদাদ, ইরাক (বাগদাদ কনফারেন্সের মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
প্রথম সদরদপ্তর: প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ড, জেনেভা
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি [আগস্ট, ২০২৫]
-
প্রস্তাবক: ভেনেজুয়েলা
মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা
-
সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা
-
বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা
উল্লেখ্য:
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত, জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয়, পরে নভেম্বরে আবার স্থগিত
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 2 months ago