পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে?
A
দাক্ষিণাত্য মালভূমি
B
ডেকান মালভূমি
C
আনাতোলিয়া মালভূমি
D
পামীর মালভূমি
উত্তরের বিবরণ
পামির মালভূমি
-
অবস্থান: মধ্য এশিয়ার উচ্চভূমি
-
বিশেষণ: "পৃথিবীর ছাদ"
-
কারণ: বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি
-
ভূগোল: হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুনলুন ও তিয়ান শান পর্বতমালার সংযোগস্থল
-
বিস্তার: প্রধানত তাজিকিস্তান, আফগানিস্তান, চীন ও পাকিস্তানের কিছু অংশে
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 2 months ago
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 2 months ago
A
পক প্রণালী
B
মালাক্কা প্রণালী
C
দার্দানেলিস প্রণালী
D
বেরিং প্রণালী

0
Updated: 2 months ago
'TPNW' কী বিষয় চুক্তি?
Created: 2 weeks ago
A
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
C
জৈবিক অস্ত্র নিষিদ্ধকরণ
D
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ
TPNW (The Treaty on the Prohibition of Nuclear Weapons) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা পারমাণবিক অস্ত্রের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে এবং পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে গৃহীত হয়েছে।
-
পূর্ণরূপ: The Treaty on the Prohibition of Nuclear Weapons
-
মূল উদ্দেশ্য: পারমাণবিক অস্ত্রের বিকাশ, পরীক্ষা, উৎপাদন, অর্জন, অধিকার, মজুদ, ব্যবহার বা হুমকি না দেওয়া
-
প্রবর্তনের তারিখ: ৭ জুলাই, ২০১৭
-
স্বাক্ষরিত: ২০ সেপ্টেম্বর, ২০১৭
-
কার্যকর হওয়ার তারিখ: ২২ জানুয়ারি, ২০২১
-
স্বাক্ষরিত দেশ: ৭৩টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
বাংলাদেশের অংশগ্রহণ: ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর স্বাক্ষর এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন

0
Updated: 2 weeks ago
ভূমিকম্পের দেশ বলা হয়-
Created: 3 weeks ago
A
জাপানকে
B
তাইওয়ানকে
C
ইরানকে
D
জাম্বিয়াকে
ভৌগলিক উপনাম হলো দেশের বিশেষ বৈশিষ্ট্য, প্রতীক বা প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রদত্ত নাম।
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান

0
Updated: 2 weeks ago