স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে-
A
বেরিং প্রণালী
B
জিব্রাল্টার প্রণালী
C
ডোভার প্রণালী
D
দার্দানেলিস প্রণালী
উত্তরের বিবরণ
প্রণালী সম্পর্কিত তথ্য
১. জিব্রাল্টার প্রণালী
-
সংযোগ: আটলান্টিক মহাসাগর ↔ ভূমধ্যসাগর
-
ভূগোল: আফ্রিকা ↔ ইউরোপ
-
দেশসমূহ: স্পেন ↔ মরক্কো
২. ডোভার প্রণালী
-
সংযোগ: ইংলিশ চ্যানেল ↔ উত্তর সাগর
-
পথক: ফ্রান্স ↔ ব্রিটেন
৩. দার্দানেলিস প্রণালী
-
সংযোগ: ইজিয়ান সাগর ↔ মরমর সাগর
-
পথক: এশিয়া ↔ ইউরোপ
৪. বেরিং প্রণালী
-
সংযোগ: উত্তর সাগর ↔ বেরিং সাগর
-
পথক: আমেরিকা ↔ এশিয়া
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
কার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 week ago
A
কনস্তান্তিন চেরনেনকো
B
আলেক্সি কোসিগিন
C
মিখাইল গর্বাচেভ
D
ইউরি আন্দ্রোপভ
তাসখন্দ চুক্তি হলো ১৯৬৬ সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি, যা কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আপাত অবসান নিশ্চিত করে।
-
চুক্তি সম্পন্ন হয় উজবেকিস্তানের তাসখন্দে, যা তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ।
-
স্বাক্ষরিত হয় তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের মধ্যস্থতায়, ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এর মধ্যে।
-
তাসখন্দ সম্মেলনে বিশ্বের প্রধান পরাশক্তিগুলো বিবদমান দুই রাষ্ট্রকে পূর্বের চুক্তিগুলো মেনে চলার জন্য চাপ প্রয়োগ করে।
-
চুক্তির প্রক্রিয়া শুরু হয় ১৯৬৬ সালের ৪ জানুয়ারি এবং চূড়ান্ত রূপ লাভ করে ১০ জানুয়ারি।
-
পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি তাসখন্দে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যা পরে ষড়যন্ত্রমূলক তত্ত্ব হিসেবে উপমহাদেশে পরিচিতি পায়।

0
Updated: 1 week ago
দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের অবসান হয়?
Created: 3 weeks ago
A
প্রথম বিশ্বযুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
ইউরোপের ধর্ম যুদ্ধ
D
কোনটি নয়
দ্বিতীয় ভার্সাই চুক্তি ও প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি
-
স্বাক্ষর: ১৯১৯ সালের ২৮ জুন, ফ্রান্সের ভার্সাইয়ে।
-
প্রযোজ্য তারিখ: ১০ জানুয়ারি, ১৯২০ থেকে চুক্তি কার্যকর।
-
চুক্তিতে অংশগ্রহণকারী: মূলত মিত্রশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান ইত্যাদি) এবং জার্মানি।
-
মূল শর্ত: জার্মানিকে যুদ্ধের জন্য দোষী সাব্যস্ত করা এবং বিপুল আর্থিক জরিমানা প্রদান।
-
প্রভাব: প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সূত্র:

0
Updated: 3 weeks ago
বর্তমানে সামরিক খাতে ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 3 weeks ago
A
সৌদি আরব
B
যুক্তরাষ্ট্র
C
রাশিয়া
D
চীন
সামরিক ব্যয় র্যাংকিং-২০২৫ অনুযায়ী বিশ্বের শীর্ষ ৫ দেশ Defense Spending by Country 2025 প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।
শীর্ষ ৫ দেশ:
১. যুক্তরাষ্ট্র
২. চীন
৩. রাশিয়া
৪. ভারত
৫. সৌদি আরব
এই র্যাংকিং গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে অন্তর্ভুক্ত করে তৈরি করেছে।

0
Updated: 2 weeks ago