A
কানাডা
B
নরওয়ে
C
জাপান
D
ভুটান
উত্তরের বিবরণ
নিশীথ সূর্যের দেশ
-
উপনাম: নিশীথ সূর্যের দেশ
-
দেশ: নরওয়ে
-
কারণ:
-
নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য মাঝরাতেও অস্ত যায় না
-
এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনা দেশের জন্য উপাধি প্রদান করেছে
-
-
ভূ-অবস্থান ও অক্ষাংশ:
-
নরওয়ের উত্তরাংশ আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত
-
মে থেকে জুলাই মাসে সূর্য একেবারেই অস্তায় না, ফলে মধ্যরাতে সূর্য দেখা যায়
-
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
বেনিতো মুসোলিনী কোন রাজনৈতিক মতাদর্শের নেতা ছিলেন?
Created: 2 weeks ago
A
রাজতন্ত্র
B
ফ্যাসিবাদ
C
কমিউনিজম
D
সমাজতন্ত্র
বেনিতো মুসোলিনী (Benito Mussolini)
-
পূর্ণ নাম: Benito Amilcare Andrea Mussolini
-
জন্মস্থান: ইতালি
-
রাজনৈতিক পরিচয়: ফ্যাসিবাদ নেতা
-
রাজনৈতিক আদর্শ: ফ্যাসিবাদ (Fascism) – একনায়কতান্ত্রিক, সামরিকতান্ত্রিক ও জাতীয়তাবাদী
-
প্রতিষ্ঠাতা: ইতালির ফ্যাসিস্ট পার্টি, ১৯১৯
-
ক্ষমতায় অধিষ্ঠিত: ইতালির প্রধানমন্ত্রী, ১৯২২–১৯৪৩
-
শাসনব্যবস্থা: একদলীয় একনায়কতন্ত্র; সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিস্ট একনায়ক হিসেবে আত্মপ্রকাশ
-
মূল দর্শন: রাষ্ট্রের ঊর্ধ্বে কিছু নেই, সবকিছু রাষ্ট্রের অধীনে
-
আন্তর্জাতিক জোট: অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সাথে মিত্রতা
-
যুদ্ধ অংশগ্রহণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) – ফ্যাসিস্ট জোটের পক্ষে ইতালিকে নেতৃত্ব দেন
-
পতন: ১৯৪৩, মিত্রবাহিনীর আক্রমণের মুখে সরকার পতন
-
মৃত্যু: ২৮ এপ্রিল ১৯৪৫, ইতালির উত্তরাঞ্চলে গণবিক্ষোভের মধ্যে, প্রেমিকা ক্লারেতার সাথে
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
Created: 3 days ago
A
COP-21
B
COP-25
C
COP-27
D
COP-29
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
No subjects available.
Loss and Damage Fund
-
প্রস্তাব গ্রহণ: COP-27 (২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, ২০২২, মিশরের শার্ম এল-শেখ)
-
লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান
প্রেক্ষাপট
-
বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী
-
২০০৯: উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়
-
২০২২: COP-27 সম্মেলনে Loss and Damage Fund চালু করার চুক্তি গৃহীত
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 3 days ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 2 weeks ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago