A
ইন্দোনেশিয়া
B
গাম্বিয়া
C
কিউবা
D
প্যারাগুয়ে
উত্তরের বিবরণ
কিউবার ভৌগলিক উপনাম
-
উপনাম: "বিশ্বের চিনি ভাণ্ডার"
-
কারণ:
-
বিশাল আখ চাষ
-
ঐতিহাসিক চিনি উৎপাদন ও রপ্তানি
-
দেশের অর্থনীতি মূলত চিনি ও আখ নির্ভর
-
-
প্রধান অর্থকরী ফসল: আখ
-
বিশেষত্ব:
-
উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি আখ চাষের জন্য উপযোগী
-
১৮শ ও ১৯শ শতাব্দীতে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ছিল
-
স্প্যানিশ উপনিবেশিক যুগে আখ চাষ ও ইউরোপে রপ্তানি শুরু
-
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
’Fridays for Future’ আন্দোলনের সূচনা হয় কোন দেশের শিক্ষার্থীর উদ্যোগে?
Created: 2 weeks ago
A
জার্মানির
B
সুইডেনের
C
অস্ট্রেলিয়ার
D
যুক্তরাষ্ট্রের
Fridays for Future
-
ধরন: জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বৈশ্বিক আন্দোলন।
-
পদ্ধতি: স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশগ্রহণ করে।
-
শুরু: ২০১৮ সালে।
-
উদ্যোক্তা: সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)।
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ও বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
📌 Source: Fridays for Future Movement Official Website

0
Updated: 2 weeks ago
দক্ষিণ আফ্রিকার নির্বাহী রাজধানীর নাম কী?
Created: 2 weeks ago
A
ব্লুমফন্টেইন
B
জোহানেসবার্গ
C
প্রিটোরিয়া
D
কেপ টাউন
দক্ষিণ আফ্রিকা সম্পর্কে তথ্য
-
আইনসভা ও সংসদ:
-
দক্ষিণ আফ্রিকার আইনসভা ২ কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
আইনসভার নাম: পার্লামেন্ট
-
উচ্চকক্ষ: National Council
-
নিম্নকক্ষ: National Assembly
-
-
-
রাজধানী:
দক্ষিণ আফ্রিকার ৩টি রাজধানী রয়েছে:-
নির্বাহী রাজধানী: প্রিটোরিয়া
-
সংসদীয় রাজধানী: কেপ টাউন
-
বিচার বিভাগীয় রাজধানী: ব্লুমফন্টেইন
-
-
রাষ্ট্রের নাম ও মুদ্রা:
-
প্রশাসনিক নাম: Republic of South Africa
-
মুদ্রা: র্যান্ড
-

0
Updated: 2 weeks ago
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে কোনটি?
Created: 2 weeks ago
A
বেরিং প্রণালী
B
পানামা খাল
C
পক প্রণালী
D
জিব্রাল্টার প্রণালী
⇒ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী।
জিব্রাল্টার প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
- এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
- প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
- যার গড় গভীরতা ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 2 weeks ago