A
উপপদ তৎপুরুষ
B
বহুব্রীহি
C
অব্যয়ীভাব
D
নিত্য সমাস
উত্তরের বিবরণ
উপপদ তৎপুরুষ সমাস
-
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।
-
এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়।
উদাহরণসমূহ:
-
নীল চাষ/উৎপাদন করে যে → নীলকর
-
জাদু করে যে → জাদুকর
-
ধামা ধরে যে → ধামাধরা
-
শিরো ধার্য যা → শিরোধার্য
-
পকেট মারে যে → পকেটমার
-
দ্রুত গমন করে যে → দ্রুতগামী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 2 weeks ago