’কালাহারি মরুভূমি’ যে তিনটি দেশে বিস্তৃত?
A
মিশর, লিবিয়া, চাঁদ
B
নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া
C
মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া
D
বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা
উত্তরের বিবরণ
কালাহারি মরুভূমি (Kalahari Desert)
-
অবস্থান: আফ্রিকা মহাদেশ
-
বিশেষত্ব: আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি; বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি
-
দেশসমূহ: বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা (মোট ৩টি দেশ)
-
আয়তন: প্রায় ৯,৩২,০০০ বর্গ কিমি
-
বিস্তার:
-
বতসোয়ানার ৭০% অঞ্চল
-
নামিবিয়ার পূর্ব অংশ
-
দক্ষিণ আফ্রিকার উত্তর অংশ
-
উৎস: Worldatlas.com

0
Updated: 2 months ago
হামাস কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 3 weeks ago
A
সিরিয়া
B
ফিলিস্তিন
C
মিশর
D
লেবানন
হামাস হলো ফিলিস্তিনের একটি গেরিলা ও রাজনৈতিক সংগঠন, যা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা ও প্রতিরোধ আন্দোলনে সক্রিয়।
হামাস সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: হারাকাত আল-মুকাওয়ামাহ আল-ইসলামিয়াহ
-
প্রতিষ্ঠিত: ১৯৮৭, প্রতিষ্ঠাতা শেখ আহমাদ ইয়াসিন
-
সামরিক শাখা: ইজ্জাদিন আল-কাসিম ব্রিগেড (Izz ad-Din al-Qassam Brigades)
-
নামকরণ: ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতিরোধ নেতা ইজ্জাদিন আল-কাসাম এর নামে
-
কার্যক্রম: রকেট হামলা, অপহরণ ও অন্যান্য সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা
-
-
রাজনৈতিক অবস্থান:
-
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের ১৯৯৩ সালের শান্তি চুক্তি এর বিরোধিতা
-
২০০৬ সালে ফিলিস্তিন আইন পরিষদের নির্বাচন এ অংশগ্রহণ করে ফাতাহ-এর বিরুদ্ধে বিজয় লাভ
-

0
Updated: 2 weeks ago
’হিউম্যান রাইটস ওয়াচ‘ কোন দেশভিত্তিক মানবাধিকার সংগঠন?
Created: 1 month ago
A
ইটালি
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
ফ্রান্স
Human Rights Watch (HRW) হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণ ও প্রতিবেদন করে।
-
প্রতিষ্ঠা ও ইতিহাস: ১৯৭৮ সালে "Helsinki Watch" নামে প্রতিষ্ঠিত, যা ১৯৮৮ সালে Human Rights Watch নামে পরিচিতি লাভ করে।
-
সদর দপ্তর: নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
-
প্রাথমিক লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা
-
পরবর্তীতে কার্যক্রম বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়
-
১৯৯৭ সালে International Campaign to Ban Landmines-এর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে
উৎস:

0
Updated: 1 month ago
বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
টোকিও, জাপান
B
বেইজিং, চীন
C
প্যারিস, ফ্রান্স
D
সিউল, দক্ষিণ কোরিয়া
চীনের রাজধানী বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিশ্বের প্রথম মানবাকৃতি রোবট গেমস, যা রোবটিক্স প্রযুক্তির উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধির এক নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৫ থেকে ১৭ আগস্ট, ২০২৫ পর্যন্ত।
-
প্রতিযোগিতায় ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করে।
-
এর মধ্যে ১৯২টি দল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিল, আর বাকি ৮৮টি দল অংশ নেয় চীনের বেসরকারি প্রতিষ্ঠান ইউনিট্রি (Unitree) এবং ফোরিয়ার ইন্টেলিজেন্স (Fourier Intelligence)-এর মতো রোবট নির্মাতা কোম্পানি থেকে।
-
মানবাকৃতি রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।
-
এছাড়া তারা ওষুধ বাছাই, জিনিসপত্র বহন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো বাস্তব জীবনের চ্যালেঞ্জভিত্তিক কাজেও অংশগ্রহণ করে, যা তাদের দক্ষতা ও অভিযোজন ক্ষমতা যাচাইয়ের সুযোগ দেয়।
উল্লেখযোগ্যভাবে, চীন সাম্প্রতিক বছরগুলোতে হিউম্যানয়েড রোবট এবং রোবটিক্স খাতে ব্যাপক বিনিয়োগ করছে।
-
এর প্রধান দুটি কারণ হলো: দেশের বৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত প্রযুক্তি প্রতিযোগিতায় এগিয়ে থাকা।
-
এই লক্ষ্য অর্জনে চীন সাম্প্রতিক সময়ে বৃহৎ রোবটিক্স ইভেন্টের আয়োজন করছে, যার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন এবং একটি আন্তর্জাতিক রোবট সম্মেলন।

0
Updated: 1 week ago