১) ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা কে?
A
কোরেশী মাগন ঠাকুর
B
দৌলত উজির বাহরাম খান
C
আলাওল
D
শাহ মুহম্মদ সগীর
উত্তরের বিবরণ
শাহ মুহম্মদ সগীর
-
মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।
-
অনুবাদ সাহিত্যে বা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি।
-
তিনি পনের শতকের কবি ছিলেন।
-
গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে তিনি কাব্য রচনা করেন।
-
শ্রেষ্ঠ অনুবাদকর্ম: ইউসুফ-জুলেখা।
-
তিনি পারস্যের জামী রচিত ‘ইউসুফ জুলেখা’ কাব্যের বাংলা অনুবাদ করেন, যা এই ধারার আদি গ্রন্থ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago
শাহ মুহম্মদ সগীর কত শতকের কবি ছিলেন?
Created: 3 weeks ago
A
চৌদ্দ শতকের
B
পনের শতকের
C
ষোল শতকের
D
সতেরো শতকের
শাহ মুহম্মদ সগীর মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি এবং তিনি পনের শতকের কবি ছিলেন। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তাঁর কাব্য রচনা করেন। অনুবাদ সাহিত্যে বা রোম্যান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি হিসেবেও তিনি খ্যাত।
-
শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম হলো ইউসুফ-জুলেখা।
-
কাব্যটিতে সুপ্রাচীন প্রণয়কাহিনি উপজীব্য করা হয়েছে, যা বাইবেল ও কুরআন শরীফে নৈতিক-উপাখ্যান হিসেবে সংক্ষেপে বর্ণিত আছে।
-
ইরানের মহাকবি ফেরদৌসী (মৃত্যু ১০২৫) এবং সুফিকবি জামী (মৃত্যু ১৪৯২) মূল কাহিনিটি পল্লবিত করে ইউসুফ-জুলেখা নামে কাব্য রচনা করেছিলেন।
-
ফেরদৌসীর কাব্য ছিল রোমান্স জাতীয়
-
জামীর কাব্য ছিল রূপক শ্রেণির
-
-
অনুবাদগত ও বিষয়বস্তুর পরিবেশনার দিক থেকে শাহ মুহম্মদ সগীরের কাব্যের সঙ্গে তাদের কাব্যের কোনো উল্লেখযোগ্য মিল নেই।

0
Updated: 3 weeks ago
প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Created: 2 months ago
A
আলাওল
B
সৈয়দ সুলতান
C
মুহম্মদ খান
D
শাহ মুহম্মদ সগীর
শাহ মুহম্মদ সগীর
-
তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি এবং মধ্যযুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
-
তাঁর জীবনকাল ছিল পনেরো শতকে।
-
গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে তিনি সাহিত্যচর্চা করেন।
-
বাংলা সাহিত্যে অনুবাদ কাব্য এবং প্রেমমূলক কাহিনিনির্ভর কাব্যের প্রথম রচয়িতা ছিলেন তিনি।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত কাব্য হলো "ইউসুফ-জুলেখা"।
-
এই কাব্যটি পারসিক কবি জামী রচিত "ইউসুফ-জুলেখা" কাব্যের বাংলা অনুবাদ, এবং এটিই বাংলা সাহিত্যে এই ধারার সূচনা করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
'ইউসুফ জুলেখা' কাব্যের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
দৌলত উজির বাহরাম খান
B
দৌলত কাজী
C
শাহ মুহম্মদ সগীর
D
আলাওল
শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের এবং একই সঙ্গে প্রথম মুসলিম কবি হিসেবে বিশেষভাবে পরিচিত। তিনি বাংলা অনুবাদ সাহিত্যের পথিকৃৎ এবং রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি হিসেবে খ্যাত। তাঁর সাহিত্যকর্মে ইসলামি ঐতিহ্য, প্রেম এবং মানবিকতার সমন্বয় ঘটেছে।
তিনি পনের শতকের কবি ছিলেন এবং গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তাঁর শ্রেষ্ঠ কাব্য ‘ইউসুফ-জুলেখা’ রচনা করেন। এটি মূলত পারস্যের বিখ্যাত কবি জামী রচিত ‘ইউসুফ জুলেখা’ কাব্যের বাংলা অনুবাদ, যা বাংলা ভাষায় এই ধারার আদি গ্রন্থ হিসেবে বিবেচিত। এই কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যে ইসলামী কাহিনি ও ভাবধারার সমৃদ্ধ সূচনা ঘটে।

0
Updated: 2 weeks ago