Which poem ends with the famous line: "Heard melodies are sweet, but those unheard are sweeter"?
A
Ode on a Grecian Urn
B
Ode to the West Wind
C
Ode to a Nightingale
D
Kubla Khan
উত্তরের বিবরণ
• The answer is - Ode on a Grecian Urn
• Ode on a Grecian Urn:
-
Written by John Keats, this poem is one of the most notable works of the Romantic Period.
-
It consists of 5 stanzas and was published in 1820.
-
The poem reflects on the art depicted on a Grecian urn, exploring the relationship between art, beauty, and truth.
• Famous Lines:
-
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know." -
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
• John Keats:
-
A British Romantic lyric poet, devoted to perfecting poetry through vivid imagery, sensuous appeal, and philosophical reflections on classical legends.
-
Titles: Poet of Beauty, Poet of Sensuousness; also trained as a Physician and Surgeon.
-
Works include Sonnets, Odes, and Epics.
• Famous Poems:
-
Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci.
• Other Options:
-
Ode to the West Wind – by P. B. Shelley
-
Ode to a Nightingale – by John Keats
-
Kubla Khan – by Samuel Taylor Coleridge
Source: An ABC of English Literature by M Mofizar Rahman.

0
Updated: 2 months ago
Who is the author of "Isabella"?
Created: 3 weeks ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
Lord Byron
D
William Wordsworth
John Keats ও "Isabella"
-
"Isabella; or, The Pot of Basil" হলো John Keats রচিত একটি narrative poem।
-
লেখা হয় ১৮১৮ সালে এবং প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতাটি Giovanni Boccaccio-এর Decameron থেকে অনুপ্রাণিত।
কবিতার সারসংক্ষেপ:
-
Isabella একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আর Lorenzo হলো সেই পরিবারের একজন কর্মচারী।
-
Isabella ও Lorenzo প্রেমে পড়ে, কিন্তু Isabella-র ভাইরা Lorenzo-কে নিচু শ্রেণির মনে করে এবং সম্পর্ক মেনে নিতে চায় না।
-
তারা ষড়যন্ত্র করে Lorenzo-কে হত্যা করে এবং তার লাশ লুকিয়ে ফেলে।
-
Isabella স্বপ্নে Lorenzo-র আত্মাকে দেখে এবং তার মৃত্যুর কথা জানতে পারে।
-
পরে সে Lorenzo-র মৃতদেহ খুঁজে বের করে, তার মাথা কেটে একটি তুলসির (Basil) টবের মধ্যে রেখে দেয় এবং সেই গাছটি যত্ন করে লালন করে।
-
Isabella ধীরে ধীরে দুঃখ ও যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায় এবং মারা যায়।
John Keats (1795–1821):
-
একজন British Poet এবং Romantic period-এর কবি।
-
স্বল্পজীবনে কবিতা নিখুঁত করার চেষ্টা করেছেন, vivid imagery, sensuous appeal এবং classical legend-এর মাধ্যমে দর্শন প্রকাশে বিশেষজ্ঞ।
উপাধি:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
A Death-Hunted Poet
বিশেষ উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia

0
Updated: 3 weeks ago
How does the poem end?
Created: 1 month ago
A
With a hope of rebirth
B
With a celebration of love
C
With doubt between dream and reality
D
With acceptance of death
কবিতার শেষে কিটস বুঝতে পারেন, নাইটিঙ্গেলের গান ও কল্পনার জগৎ বাস্তব নাকি স্বপ্ন—এ নিয়ে তাঁর সন্দেহ থেকে যায়। তিনি প্রশ্ন করেন—“Was it a vision, or a waking dream?” অর্থাৎ কবিতা শেষ হয় অনিশ্চয়তার মধ্যে, যা কিটসের রোমান্টিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য।

0
Updated: 1 month ago
What is the central paradox of the poem?
Created: 1 month ago
A
Joy is stronger than death
B
Melancholy lives in beauty and pleasure
C
Life is endless and eternal
D
Death is a form of love
কিটস দেখান যে আনন্দ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এই ক্ষণস্থায়ীত্বই বিষণ্ণতার জন্ম দেয়। তাই দুঃখ আসলে সৌন্দর্য ও আনন্দের সঙ্গী। এটাই কবিতার মূল বৈপরীত্য বা paradox।

0
Updated: 1 month ago