'জলকেলি' কোন নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব?
A
সাঁওতাল
B
চাকমা
C
রাখাইন
D
গারো
উত্তরের বিবরণ
রাখাইন:
-
রাখাইনদের প্রধান উৎসব: জলকেলি।
-
রাখাইনদের বসবাস পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।
-
রাখাইনদের আদিনিবাস: মিয়ানমার।
-
রাখাইনদের ধর্ম: বৌদ্ধ।
-
অন্য সম্প্রদায়ের উৎসবের তথ্য:
-
ওয়ানগালা: গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব।
-
চাকমা: প্রধান উৎসব বিজু।
-
সাঁওতাল: প্রধান উৎসব সোহরাই।
সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি ও প্রথম আলো।

0
Updated: 2 months ago
বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি?
Created: 2 months ago
A
মারমা
B
তঞ্চঙ্গ্যা
C
চাকমা
D
গারো
চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত।
• চাকমা নৃগোষ্ঠী:
-
চাকমা বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
তারা নিজেদেরকে চাঙমা বলে পরিচয় দেয়।
-
পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চল তাদের প্রধান বসতি।
-
এখানে তারা আরও কয়েকটি ভিন্ন আদিবাসী গোষ্ঠীর সঙ্গে মিশ্রিত হয়ে বসবাস করে।
-
চাকমাদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট উপাত্ত পাওয়া যায় না।
-
ধারণা করা হয়, ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যেও চাকমাদের কিছু বসতি রয়েছে।
-
ছোট ছোট দলে অনেক চাকমা অন্যান্য দেশেও বসতি স্থাপন করেছে।
-
কর্ণফুলি নদীর তীর বরাবরও চাকমাদের বসতি ছিল।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
বাংলাদেশের কোন জেলায় 'ওরাওঁ' নৃগোষ্ঠী বসবাস করে না?
Created: 2 months ago
A
রাজশাহী
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বান্দরবান
D
নওগাঁ
বান্দরবানে ‘ওরাওঁ’ নৃগোষ্ঠী বসবাস করে না।
• ওরাওঁ নৃগোষ্ঠী:
-
ওরাওঁ বাংলাদেশের একটি আদিবাসী নৃগোষ্ঠী। তাদের প্রধান বসবাস বরেন্দ্র অঞ্চলে।
-
বরেন্দ্র অঞ্চল বলতে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলো বোঝানো হয়—যেমন: রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর ও গাইবান্ধা।
-
এছাড়া তারা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন গ্রামেও বসবাস করে।
-
সময়ের সঙ্গে সঙ্গে ওরাওঁ জনগোষ্ঠী দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।
-
বর্তমানে গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
নিম্নের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী 'রাখালরাস ও মহারাস উৎসব' পালন করে?
Created: 3 weeks ago
A
গারো
B
মণিপুরী
C
চাকমা
D
রাখাইন
মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী মূলত রাস উৎসব পালন করে, যা তাদের প্রধান সাংস্কৃতিক উৎসব হিসেবে বিবেচিত। এই উৎসব সাধারণত শরতের পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয় এবং মণিপুরী সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
উৎসবের প্রধান দুই পর্ব:
-
রাখালরাস: দিনব্যাপী উদযাপন করা হয়।
-
মহারাস: রাতের বেলায় অনুষ্ঠিত হয়।
-
-
ঐতিহাসিক পটভূমি: মণিপুরী জাতির পূর্বপুরুষ ছিলেন পাখাংবা নামক একজন প্রাচীন রাজা, যিনি খ্রিস্টাব্দ ৩৩ সালে সিংহাসনে আরোহণ করেছিলেন।
-
অবস্থান: মণিপুরী সম্প্রদায় বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে বসবাস করে, বিশেষ করে মৌলভীবাজার জেলায় তাদের সংখ্যা বেশি।
অন্যদিকে, বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান উৎসবসমূহ:
-
চাকমাদের প্রধান উৎসব বিজু।
-
রাখাইনদের প্রধান উৎসব জলকেলি।
-
গারো জনগোষ্ঠীর প্রধান উৎসব ওয়ানগালা।

0
Updated: 3 weeks ago