Who is the author of the poetry collection "Hours of Idleness"?
A
William Wordsworth
B
Lord Byron
C
John Keats
D
Samuel Taylor Coleridge
উত্তরের বিবরণ
• Hours of Idleness
-
The poetry collection Hours of Idleness was authored by Lord Byron and published in 1807 when he was just 19 years old.
-
It was Byron’s first volume of poetry, though the poems were generally considered ordinary or unremarkable.
-
Each poem in the collection included its date of composition.
-
In 1808, The Edinburgh Review published a harsh critique, dismissing Byron’s work as the self-centered effort of a young aristocrat.
-
In response, Byron anonymously published English Bards and Scotch Reviewers in 1809, a satirical poem targeting his critics.
• Lord Byron (George Gordon Byron, 1788–1824)
-
A British Romantic poet and satirist, known for his provocative lifestyle and poetry that stirred European imagination.
-
Involved in several controversial matters, including illicit love affairs.
-
His greatest work is Don Juan (1824), an epic satire.
-
Referred to as the “Rebel Poet”.
-
Died in Greece.
• Notable Works
-
The Vision of Judgment (1822)
-
Childe Harold’s Pilgrimage (Autobiographical poem; his most popular work)
-
Hours of Idleness (Volume of Poetry)
-
Lara
-
English Bards and Scotch Reviewers
-
Giaour
-
Manfred
-
Sardanapalus
-
The Bride of Abydos
-
The Two Foscari
-
The Corsair
-
Robert Southee
• Don Juan (1824)
-
A satirical epic poem by Byron, portraying Don Juan not as a seducer but as a man easily led by women.
Source: Britannica, An ABC of English Literature by M Mofizar Rahman

0
Updated: 2 months ago
Don Juan was composed by—
Created: 2 weeks ago
A
W.B. Yeats
B
E.B. Browning
C
George Gordon Byron
D
Alexander Pope
Don Juan কবিতাটি মূলত একটি satire যা picaresque verse tale আকারে লেখা হয়েছে এবং এর রচয়িতা হলেন George Gordon Byron। কবিতার মূল কাহিনী Don Juan চরিত্রকে ঘিরে আবর্তিত এবং তার নামেই কবিতার শিরোনামকরণ করা হয়েছে।
-
প্রধান চরিত্রসমূহ:
-
Don Juan
-
Donna Inez
-
Donna Julia
-
Don Alfonso
-
Lord Byron ছিলেন একজন British poet যার পুরো নাম George Gordon Byron। তিনি একজন Romantic poet এবং satirist, এবং তার poetry ও personality পুরো Europe-এর সংস্কৃতি ও মানসিকতা প্রতিফলিত করে।
-
উল্লেখযোগ্য কিছু কাজ:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
Giaour
-
Lara
-
Manfred
-

0
Updated: 2 weeks ago
Who said, “Nothing so difficult as a beginning In poesy, unless perhaps the end”?
Created: 1 month ago
A
Percy Bysshe Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Lord Byron
Lord Byron
-
উক্তি: “Nothing so difficult as a beginning in poesy, unless perhaps the end” — এটি লর্ড বাইরনের।
-
সন্দর্ভ: এই উক্তি তার epic satire কবিতা Don Juan-এ পাওয়া যায়।
Don Juan
-
একটি epic satire কবিতা।
-
Don Juan-এর জন্ম স্পেনের সেভিল শহরে।
-
কৈশোরে এক বিবাহিত মহিলার সঙ্গে তার অভিসার, তারপর যাত্রা ও বিপদ।
-
পরে জলদস্যু তাকে দাস হিসেবে বিক্রি করে, তুর্কি সম্ভ্রান্ত মহিলার হাতে পড়ে, পালিয়ে রাশিয়ানদের পক্ষে তুর্কদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়।
-
উপন্যাসটির বিভিন্ন এপিসোডে Don Juan-এর প্রেম ও কাহিনী নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে।
Lord Byron (1788–1824)
-
ব্রিটিশ রোমান্টিক কবি ও ব্যঙ্গ লেখক।
-
আত্মজীবনী কবিতা Childe Harold’s Pilgrimage (1812–1818) এর জন্য পরিচিত।
-
প্রধানত ব্যঙ্গাত্মক ও বাস্তবতাবাদী কবিতা Don Juan (1819–1824) এর জন্য সম্মানিত।
উল্লেখযোগ্য রচনা:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
The Bride of Abydos
-
The Prisoner of Chillon

0
Updated: 1 month ago
Who is the starkest contrast to John Keats?
Created: 1 week ago
A
Wordsworth
B
Coleridge
C
Shelley
D
Byron
লর্ড বায়রন (Lord Byron) ছিলেন এমন এক কবি যিনি তার flamboyant public personality এবং satirical writing style–এর জন্য বিখ্যাত ছিলেন। অন্যদিকে, জন কিটস (John Keats) তার কবিতায় গভীর emotion, imagination এবং sensuous beauty–র প্রকাশ ঘটিয়েছিলেন।
এ কারণেই বায়রনকে কিটসের সাথে তুলনা করলে সবচেয়ে তীব্র contrast বা বিপরীতধর্মী চরিত্র হিসেবে দেখা যায়।
-
কিটসের কবিতায় পাওয়া যায় প্রকৃতি, সৌন্দর্য ও অন্তর্দর্শনের (introspection) এক মায়াময় জগৎ, যেখানে কল্পনা (imagination) মুখ্য ভূমিকা নেয়।
-
অন্যদিকে বায়রনের কবিতায় ফুটে ওঠে বিদ্রোহী মনোভাব, সমাজবিরোধী চিন্তা এবং ব্যক্তিত্বের নাটকীয় প্রকাশ (dramatic expression)।
-
ফলে কিটস ছিলেন আত্মমগ্ন ও রোমান্টিক (romantic and introspective), আর বায়রন ছিলেন বহির্মুখী, বিদ্রোহী ও সমাজসচেতন কবি (outspoken and rebellious poet)।
এই কারণেই Byron–ই হলেন John Keats-এর starkest contrast।

0
Updated: 1 week ago