The line "I met a traveller from an antique land" is taken from which poem?
A
Ozymandias
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
Ode on a Grecian Urn
উত্তরের বিবরণ
• The line "I met a traveller from an antique land" is from Ozymandias.
• Ozymandias
-
A famous sonnet written by P. B. Shelley, first published in 1818.
-
The poem reflects on the impermanence of human power and glory.
-
Ozymandias refers to Pharaoh Ramses II, using his Greek name.
-
Theme: No matter how mighty a ruler or empire, time ultimately erases all traces.
-
The poem is a classic meditation on pride, power, and the inevitability of decay.
• Percy Bysshe Shelley
-
A prominent Romantic poet, known as a Revolutionary and Lyrical Poet.
-
Notable works: Adonais, Mont Blanc, Ode to the West Wind, Ozymandias, Peter Bell the Third, Prometheus Unbound, Queen Mab, Rosalind and Helen, The Cenci, The Cloud, The Masque of Anarchy.
Source: Britannica

0
Updated: 2 months ago
What tone best describes the poem?
Created: 1 month ago
A
Celebratory
B
Melancholic yet hopeful
C
Comic
D
Neutral
পুরো কবিতায় দুঃখ ও বিষণ্নতার ছাপ আছে—Shelley নিজেকে দুর্বল, আঘাতপ্রাপ্ত এবং হতাশ বলে তুলে ধরেছেন। কিন্তু শেষ লাইনে তিনি আশার আলো দেখান: শীতের পরেই বসন্ত আসবেই। ফলে সুরটি বিষণ্ন হলেও আশাবাদী।

1
Updated: 1 month ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 1 month ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

2
Updated: 1 month ago
In Ode to the West Wind, what does the West Wind primarily symbolise?
Created: 2 weeks ago
A
A force of change and renewal
B
A gentle companion for the poet
C
A destructive power without purpose
D
A reflection of human society
Ode to the West Wind কবিতায় West Wind মূলত পরিবর্তন এবং নবজীবনের প্রতীক। Shelley দেখিয়েছেন যে, বায়ু যেমন প্রাকৃতিক পরিবেশকে নড়াচড়া করে, তেমনি মানুষের জীবন, চিন্তা এবং সমাজকেও নতুন করে সাজাতে পারে।
বায়ুর শক্তি ধ্বংসের সঙ্গে নতুন সৃষ্টি জুড়ে থাকে। কবি নিজের আবেগ এবং রাজনৈতিক চিন্তাও এই বায়ুর শক্তির সঙ্গে মিলিয়ে দেখেছেন। তাই West Wind শুধু প্রাকৃতিক ঘটনা নয়, বরং পরিবর্তন, পুনর্জাগরণ এবং সৃজনশীলতার শক্তির প্রতীক।

1
Updated: 2 weeks ago