A
ইউরাল পর্বতমালা
B
আল্পস পর্বতমালা
C
এটলাস পর্বতমালা
D
আন্দিজ পর্বতমালা
উত্তরের বিবরণ
আন্দিজ পর্বতমালা (Andes Mountains)
-
বিশেষত্ব: পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা
-
অবস্থান: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর
-
দেশসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা (মোট ৭টি দেশ)
-
দৈর্ঘ্য: প্রায় ৪,৩০০ মাইল
-
প্রস্থ: ১২০–৪৩০ মাইল (প্রায়)
-
উৎপত্তি: পৃথিবীর ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর সংযোগের ফলে
-
বিভাগ: উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ, দক্ষিণ আন্দিজ
তথ্যসূত্র: Worldatlas.com

0
Updated: 2 weeks ago
গুয়ান্তানামো বে কী?
Created: 1 week ago
A
নাট্যশালা
B
বন্দিশালা
C
পর্যটনকেন্দ্র
D
• গুয়ান্তানামো বে আটক শিবির (Guantanamo Bay Detention Camp / Gitmo)
-
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সেনা আটক কেন্দ্র, যা কিউবার গুয়ান্তানামো বে নৌঘাঁটিতে অবস্থিত।
-
প্রতিষ্ঠিত: ২০০২ সালে, মূলত আফগানিস্তান, ইরাক এবং অন্যান্য অঞ্চলে আটক করা সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের রাখার জন্য।
-
এই শিবিরে বন্দীদের আইনি অধিকার নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।
-
জেনেভা কনভেনশন অনুযায়ী বন্দীদের ন্যায্য বিচার ও মানবিক আচরণের অধিকার থাকা উচিত।
-
কিন্তু গুয়ান্তানামোতে নির্যাতন, অবমাননাকর আচরণ ও দীর্ঘমেয়াদী আটক (প্রায়শই বিচার ছাড়া) এর অভিযোগ উঠেছে।
-
-
বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা ও মার্কিন আদালত ও প্রশাসন এই শিবির বন্ধের জন্য বিভিন্ন সময় বিতর্ক ও আইনি লড়াই চালাচ্ছে।
উৎস: Britannica ✅

0
Updated: 1 week ago
নিচের কোন কাজটি ওপেক পরিচালনা করে?
Created: 2 weeks ago
A
বিশ্বে গমের দামের নিয়ন্ত্রণ
B
তেল উৎপাদনের সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখা
C
পরমাণু শক্তি বিস্তার
D
বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থাপনা
ওপেক (OPEC)
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries
-
প্রকার: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর, ১৯৬০, বাগদাদ, ইরাক (বাগদাদ কনফারেন্সের মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
প্রথম সদরদপ্তর: প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ড, জেনেভা
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি [আগস্ট, ২০২৫]
-
প্রস্তাবক: ভেনেজুয়েলা
মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা
-
সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা
-
বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা
উল্লেখ্য:
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত, জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয়, পরে নভেম্বরে আবার স্থগিত
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago