পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
A
ইউরাল পর্বতমালা
B
আল্পস পর্বতমালা
C
এটলাস পর্বতমালা
D
আন্দিজ পর্বতমালা
উত্তরের বিবরণ
আন্দিজ পর্বতমালা (Andes Mountains)
-
বিশেষত্ব: পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা
-
অবস্থান: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর
-
দেশসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা (মোট ৭টি দেশ)
-
দৈর্ঘ্য: প্রায় ৪,৩০০ মাইল
-
প্রস্থ: ১২০–৪৩০ মাইল (প্রায়)
-
উৎপত্তি: পৃথিবীর ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর সংযোগের ফলে
-
বিভাগ: উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ, দক্ষিণ আন্দিজ
তথ্যসূত্র: Worldatlas.com

0
Updated: 2 months ago
’গোল্ডেন ডোম’ কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা?
Created: 2 months ago
A
ইরান
B
ইসরায়েল
C
যুক্তরাষ্ট্র
D
রাশিয়া
গোল্ডেন ডোম (Golden Dome)
-
যুক্তরাষ্ট্র একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ তৈরি করছে
-
ধরণ: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
-
অনুপ্রেরণা: ইসরায়েলের ‘আয়রন ডোম’
-
ঘোষণা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা
-
লক্ষ্য: চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলা
-
কার্যকর হবে: প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষের দিকে
উল্লেখযোগ্য:
-
আয়রন ডোম: ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা
-
প্যাট্রিয়ট: মার্কিন সেনাবাহিনীর প্রাথমিক টার্মিনাল-ফেজ অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল (ABM) সিস্টেম
উৎস: বিবিসি নিউজ

0
Updated: 2 months ago
’উইম্বলডন’ নামটি কোন খেলার সাথে জড়িত?
Created: 3 weeks ago
A
ফুটবল খেলা
B
ক্রিকেট খেলা
C
টেনিস খেলা
D
হকি খেলা
উইম্বলডন টেনিস প্রতিযোগিতা:
-
সংজ্ঞা: উইম্বলডন (Wimbledon) হলো বিশ্বের সবচেয়ে পুরাতন ও মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্ট।
-
গ্র্যান্ড স্ল্যাম: এটি চারটি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে একমাত্র গ্রাস কোর্টে (ঘাসে) খেলা হয়।
-
স্থান: অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রকেট ক্লাব (All England Lawn Tennis and Croquet Club), উইম্বলডন, লন্ডন, ইংল্যান্ড।
-
সময়: প্রতিবছর জুনের শেষ সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত।
-
প্রথম আয়োজন: ১৮৭৭ সালে, শুধুমাত্র পুরুষ একক (Men’s Singles) বিভাগে।
-
বিভাগ বৃদ্ধি: ১৮৮৪ সালে নারী একক (Women’s Singles) এবং ডাবলস বিভাগ যোগ করা হয়।
-
পরিচালনা: All England Lawn Tennis and Croquet Club (AELTC)।

0
Updated: 2 weeks ago
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
Created: 3 weeks ago
A
সিঙ্গাপুর বন্দর
B
শেনজেন বন্দর
C
পোর্ট অব সাংহাই
D
কিংডাও বন্দর
পোর্ট অব সাংহাই হলো পৃথিবীর বৃহত্তম সমুদ্র বন্দর, যা চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পোর্ট অব সাংহাই সম্পর্কে তথ্য:
-
অবস্থান: ইয়াংজি নদীর মোহনা, চীন
-
আয়তন: ৩৬১৯ বর্গ কিলোমিটার
-
পরিচালনা: সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (SIPG)
-
জেটি দৈর্ঘ্য: ২০ কিলোমিটার, যেখানে ১২৫টি বার্থ রয়েছে
-
মাসিক কার্যক্রম: প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া
-
চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয়
বৈশ্বিক সমুদ্রবন্দর র্যাংকিং:
১. সাংহাই বন্দর
২. সিঙ্গাপুর বন্দর
৩. নিংবো-ঝুশান বন্দর
৪. শেনজেন বন্দর
৫. কিংডাও বন্দর

0
Updated: 2 weeks ago