A
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
B
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
C
জার্মানি ও পোল্যান্ড
D
রাশিয়া ও চীন
উত্তরের বিবরণ
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (Falkland Islands)
-
বিকল্প নাম: মালভিনাস দ্বীপপুঞ্জ
-
অবস্থান: দক্ষিণ আটলান্টিক মহাসাগর
-
রাজনৈতিক অবস্থা: যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল
-
বিরোধ: মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
-
ফকল্যান্ড যুদ্ধ (1982):
-
২ এপ্রিল, ১৯৮২: আর্জেন্টিনার সামরিক সরকার আক্রমণ
-
১০ সপ্তাহের যুদ্ধ শেষে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণ
-
ব্রিটিশ বাহিনী দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
'দারিয়ুস দ্য গ্রেট' কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন?
Created: 3 days ago
A
সেলুসিড সাম্রাজ্য
B
রোমান সাম্রাজ্য
C
সাসানীয় সাম্রাজ্য
D
আকামেনিদ সাম্রাজ্য
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
সাম্রাজ্যের পতন
No subjects available.
দারিয়ুস দ্য গ্রেট (Darius the Great)
-
দারিয়ুস ছিলেন প্রাচীন পারস্য সভ্যতার একজন বিশিষ্ট সম্রাট।
-
বর্তমান ইরান অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন পরাশক্তি পারস্য সাম্রাজ্য।
-
পারস্যে খ্রিস্টপূর্ব ৫৫০ সাল থেকে খ্রিস্টাব্দ ৬৫১ সাল পর্যন্ত একাধিক সাম্রাজ্যের উদ্ভব ঘটে।
-
ঐতিহাসিকরা এই দীর্ঘ সময়কে চারটি প্রধান সাম্রাজ্যে ভাগ করেছেন:
-
আকামেনিদ সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৫৫০ – খ্রিস্টপূর্ব ৩৩০)
-
সেলুসিড সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ৩১২ – খ্রিস্টপূর্ব ৬৩)
-
পার্থিয়ান সাম্রাজ্য (খ্রিস্টপূর্ব ২৪৭ – খ্রিস্টাব্দ ২২৪)
-
সাসানীয় সাম্রাজ্য (খ্রিস্টাব্দ ২২৬ – ৬৫১)
-
দারিয়ুস দ্য গ্রেট ও তাঁর কৃতিত্ব
-
দারিয়ুস ছিলেন আকামেনিদ সাম্রাজ্যের তৃতীয় সম্রাট।
-
তাঁর শাসনামলে সাম্রাজ্যের ভূখণ্ড সর্বাধিক বিস্তৃতি লাভ করে।
-
তিনি পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন।
-
বিভিন্ন পরিমাপের একক নির্ধারণ করেন এবং অভিন্ন মুদ্রা চালু করেন।
-
পারসিকরা প্রথম জাতি যারা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে সড়কপথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
-
বিশ্বের প্রথম ডাকসেবা দারিয়ুসের হাত ধরেই চালু হয়।
-
এসব কারণে তাঁকে পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয়।
মৃত্যু
-
খ্রিস্টপূর্ব ৪৮৬ সালে সম্রাট দারিয়ুস মারা যান।
-
তাঁকে তাঁর নির্মিত সমাধিক্ষেত্র ‘নাকশে রুস্তম’-এ সমাধিস্থ করা হয়।
📖 উৎস:
i) Britannica
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি

0
Updated: 3 days ago
D-8 এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
ইসলামাবাদ
C
কায়রো
D
ইস্তাম্বুল
Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [আগস্ট,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
উৎস: D-8 ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
কোন পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে?
Created: 2 weeks ago
A
আল্পস পর্বতমালা
B
রকি পর্বতমালা
C
আন্দিজ পর্বতমালা
D
ইউরাল পর্বতমালা
ইউরাল পর্বতমালা সম্পর্কিত তথ্য
-
ভৌগোলিক গুরুত্ব:
-
ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে
-
-
আয়তন ও দৈর্ঘ্য:
-
দৈর্ঘ্য: ১,৫৫০ মাইল (২,৫০০ কিমি)
-
-
উচ্চতা:
-
গড় উচ্চতা: ৩,৩০০–৩,৬০০ ফুট (১,০০০–১,১০০ মিটার)
-
সর্বোচ্চ শিখর: মাউন্ট নরোদনা, ৬,২১৭ ফুট (১,৮৯৫ মিটার)
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago