A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
Created: 3 days ago
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
সাম্রাজ্যের পতন
No subjects available.
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 3 days ago
অপারেশন রাইজিং লায়ন কোন দেশের পরিচালিত অভিযান?
Created: 2 weeks ago
A
ইউক্রেন
B
ইসরায়েল
C
ভারত
D
পাকিস্তান
অপারেশন রাইজিং লায়ন
-
পরিচয়: ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযান
-
নামের অর্থ: বাইবেলের একটি অনুচ্ছেদ থেকে নেওয়া, সিংহের প্রতীকী শক্তি ও ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির প্রতীক
-
তারিখ ও সময়: ১৩ জুন ২০২৫-এর ভোর
-
পরিচালন: ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে
-
প্রক্রিয়া:
-
ড্রোন ব্যবহার করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা
-
প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা
-
ইরানের প্রতিক্রিয়া:
-
পাল্টা হামলার নাম: অপারেশন টু প্রমিজ থ্রি
-
কার্যক্রম: শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া
উৎস: যুগান্তর

0
Updated: 2 weeks ago
রামসার কনভেনশনের প্রধান উদ্দেশ্য কী?
Created: 2 weeks ago
A
পারমাণবিক বর্জ্য নিষ্কাশন
B
জলাভূমি সংরক্ষণ করা
C
বৈশ্বিক অর্থনীতি উন্নয়ন করা
D
পর্যটন উন্নয়ন করা
রামসার সাইট
-
কনভেনশন: রামসার কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি
-
স্বাক্ষর: ১৯৭১, ইরানের রামসার শহরে
-
উদ্দেশ্য:
-
জলাভূমি সংরক্ষণ
-
সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
রামসার সনদ কার্যকর: ২১ সেপ্টেম্বর, ১৯৯২
-
রামসার সাইট সংখ্যা: ২টি
-
বাংলাদেশের রামসার সাইট: সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর
উৎস: Ramsar Convention ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago