নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ?
A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC) প্রথম কবে অনুষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৫১ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৬১ সালে
D
১৯৬৩ সালে
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (Munich Security Conference - MSC) হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, যা নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়। এটি সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৬৩ সালে এবং বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সম্মেলন হিসেবে বিবেচিত। সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো আলোচনা করা এবং সমাধান খোঁজা। এটি প্রতি বছর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা অংশ নেন।
-
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা: এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক
-
প্রথম এক দশক শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত দেশ অংশগ্রহণ করত
-
স্নায়ুযুদ্ধের অবসানের পর, উদ্যোক্তারা সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার জন্য নতুন রূপরেখা তৈরি করেন
-
এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা অংশগ্রহণ করে পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে আলোচনা করছেন
-
২০২৫ সালে অনুষ্ঠিত হবে ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন
উৎস:

0
Updated: 3 weeks ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 1 month ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
সম্প্রতি, ঢাকার কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
দোহার
B
ধামরাই
C
সাভার
D
কেরানীগঞ্জ
যখন কোনো এলাকার বায়ুদূষণের মাত্রা জাতীয় মান নিয়মিতভাবে অতিক্রম করে, তখন সেই এলাকা ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি, ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে।
-
সাভারের বায়ুর বার্ষিক দূষণ মাত্রা জাতীয় বার্ষিক মানের প্রায় তিন গুণ অতিক্রম করেছে, যা গুরুতর পরিবেশগত সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।
-
সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত) ইট পোড়ানো এবং ইট প্রস্তুতির কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।
-
এছাড়া, উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন নতুন শিল্পকারখানার জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।
এ পদক্ষেপের মাধ্যমে সাভার এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষা করা লক্ষ্য।

0
Updated: 1 week ago