A
ভেনিজুয়েলা
B
আর্জেন্টিনা
C
জিম্বাবুয়ে
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
এঞ্জেল জলপ্রপাত (Angel Falls)
-
অবস্থান: বলিভার রাজ্য, ভেনেজুয়েলা; কানাইমা ন্যাশনাল পার্কে
-
উচ্চতা: ৩,২১২ ফুট (৯৭৯ মিটার) – পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
-
প্রশস্ততা: ৫০০ ফুট (১৫০ মিটার)
-
নদী: রিও কারোনি নদীর উপর অবস্থিত
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
-
ইতিহাস: ১৯৩০ সালে আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল প্রথম বহিরাগত হিসেবে দেখেন
-
নতুন নাম: ২০০৯ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ আদিবাসী ভাষায় ‘কেরেপাকুপাই মেরু’ নামকরণের প্রস্তাব দেন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
স্টারলিংক প্রকল্পের প্রতিষ্ঠাতা কে?
Created: 2 weeks ago
A
জেফ বেজোস
B
ইলন মাস্ক
C
টিম কুক
D
ল্যারি পেজ
স্টারলিংক ইন্টারনেট (Starlink Internet)
-
প্রকার: স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
-
প্রণালী: অরবিটাল স্যাটেলাইট নেটওয়ার্ক
-
মালিক: ইলন মাস্কের SpaceX
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম প্রোটোটাইপ কক্ষপথে চালু: ২০১৮
-
উৎক্ষেপিত স্যাটেলাইট সংখ্যা: প্রায় ১,০০০
-
বিশেষত্ব: মার্কিন নভোচারী প্রতিষ্ঠান SpaceX-কে ইন্টারনেট সরবরাহ করে
উৎস: Starlink ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
Created: 2 weeks ago
A
ইন্দিরা গান্ধী
B
বেনজির ভুট্টো
C
মার্গারেট থ্যাচার
D
সিরিমাভো বন্দরনায়েকে
সিরিমাভো বন্দরনায়েকে (Sirimavo Bandaranaike)
-
অবদান: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী
-
দেশ: শ্রীলঙ্কা
-
পরিবারিক পটভূমি: নিহত প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকের স্ত্রী
-
নেতৃত্ব গ্রহণ: ১৯৬০ সালের জুলাই নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে জয়লাভ
-
শপথ গ্রহণ: ২১ জুলাই ১৯৬০, সিনেটর থেকে প্রধানমন্ত্রী হিসেবে
-
বিশেষত্ব: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী
অন্যান্য উল্লেখযোগ্য মহিলা প্রধানমন্ত্রী
নাম | দেশ | বৈশিষ্ট্য |
---|---|---|
মার্গারেট থ্যাচার | বৃটেন | বৃটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী |
ইন্দিরা গান্ধী | ভারত | একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন |
বেনজির ভুট্টো | পাকিস্তান | মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী |
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago