কুড়িল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
A
আর্কটিক মহাসাগর
B
ভারত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
প্রশান্ত মহাসাগর
উত্তরের বিবরণ
কুড়িল দ্বীপপুঞ্জ (Kuril Islands)
-
অবস্থান: প্রশান্ত মহাসাগর, জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
ভৌগোলিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য:
-
রাশিয়া ও জাপানের মধ্যে বিতর্কিত দ্বীপপুঞ্জ
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন জাপান থেকে দখল করে নেয়
-
জাপান এই দ্বীপগুলোকে নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
-
প্রধান দ্বীপ: কুনাশির – বিতর্কিত চারটি দ্বীপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম
-
বিরোধের প্রভাব:
-
রাশিয়া ও জাপান আনুষ্ঠানিকভাবে WWII শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি
-
তথ্যসূত্র: Britannica.com, Worldatlas.com

0
Updated: 2 months ago
মার্কিন গৃহযুদ্ধের সময় কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন?
Created: 1 month ago
A
ইউলিসিস এস. গ্রান্ট
B
জন টাইলার
C
আব্রাহাম লিংকন
D
টমাস জেফারসন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আব্রাহাম লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্র
সাম্রাজ্যের পতন
মার্কিন গৃহযুদ্ধ (American Civil War)
-
সংজ্ঞা: যুক্তরাষ্ট্রের দক্ষিণের ১১টি রাজ্য ও বাকি যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ইতিহাসে "আমেরিকার গৃহযুদ্ধ" নামে পরিচিত।
-
সময়কাল: ১২ এপ্রিল, ১৮৬১ – ২৬ মে, ১৮৬৫ (মোট প্রায় ৪ বছর)।
-
রাষ্ট্রপতি: আব্রাহাম লিংকন (১৬তম রাষ্ট্রপতি, দায়িত্বকাল: ১৮৬১ – ১৮৬৫, মৃত্যুর আগ পর্যন্ত)।
যুদ্ধের মূল কারণ
-
দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে তীব্র মতবিরোধ।
-
উত্তরাঞ্চল: দাসপ্রথা বিলোপের পক্ষে।
-
দক্ষিণাঞ্চল: অর্থনীতির জন্য দাসপ্রথার উপর নির্ভরশীল।
-
১৮৬০ সালে দাসপ্রথাবিরোধী রিপাবলিকান নেতা আব্রাহাম লিংকনের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের ১১টি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়।
-
প্রশ্ন ছিল—দক্ষিণাঞ্চল কি স্বাধীনভাবে দাসপ্রথা চালিয়ে যেতে পারবে, নাকি কেন্দ্রীয় সরকারের নীতি মানতে বাধ্য হবে।
গুরুত্বপূর্ণ ঘটনা
-
১৮৬১: সাউথ ক্যারোলিনার ফোর্ট সামটার (Fort Sumter) আক্রমণের মাধ্যমে গৃহযুদ্ধের সূচনা।
-
১৮৬৩: আব্রাহাম লিংকনের Emancipation Proclamation—কনফেডারেট রাজ্যগুলোতে দাসদের মুক্ত ঘোষণা করা হয়। এর ফলে যুদ্ধের লক্ষ্য দাসপ্রথা বিলোপের দিকে মোড় নেয়।
-
১৮৬৫ (এপ্রিল): ভার্জিনিয়ার Appomattox Court House-এ কনফেডারেট জেনারেল রবার্ট ই. লি ইউনিয়ন জেনারেল ইউলিসিস এস. গ্রান্টের কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে যুদ্ধ কার্যত সমাপ্ত হয়।
উৎস:
i) Encyclopaedia Britannica
ii) BBC

0
Updated: 1 month ago
২০২৫ সালের অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
Created: 3 weeks ago
A
দ্য ব্রুটালিস্ট
B
ডিউন: পার্ট টু
C
অ্যানোরা
D
কনক্লেভ
অস্কার পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে, স্থানীয় সময় ২ মার্চ। এটি অস্কারের ৯৭তম আসর।
প্রধান বিজয়ী তালিকা:
-
সেরা সিনেমা: আনোরা
-
সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
-
সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
-
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)
-
সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)
-
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)
-
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)
-
সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)
-
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
-
সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট
-
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
-
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
-
সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড

0
Updated: 2 weeks ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনটি?
Created: 3 weeks ago
A
CBI
B
FBI
C
FSB
D
SIS
FBI (Federal Bureau of Investigation) হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা, যা অপরাধ তদন্ত ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ২৬ জুলাই, ১৯০৮
-
প্রতিষ্ঠাতা: মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি
-
ডিরেক্টর (ডিসেম্বর ২০২৪): কাশ প্যাটেল, নির্বাচিত মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বারা
অন্যান্য উল্লেখযোগ্য গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA (Central Intelligence Agency) – বিদেশী গোয়েন্দাগিরি ও সিক্রেট অপারেশন
-
ভারত: CBI (Central Bureau of Investigation) – প্রধান তদন্ত সংস্থা, RAW (Research and Analysis Wing) – বিদেশি গোয়েন্দা
-
রাশিয়া: FSB (Federal Security Service) – অভ্যন্তরীণ নিরাপত্তা
-
বাংলাদেশ: NSI (National Security Intelligence)
-
পাকিস্তান: ISI (Inter-Services Intelligence)
-
যুক্তরাজ্য: SIS/MI6 (Secret Intelligence Service / Military Intelligence Section 6)
-
ইসরায়েল: MOSSAD (Institute for Intelligence and Special Operations)
উৎস:

0
Updated: 3 weeks ago