এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
A
ভেনিজুয়েলা
B
আর্জেন্টিনা
C
জিম্বাবুয়ে
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
এঞ্জেল জলপ্রপাত (Angel Falls)
-
অবস্থান: বলিভার রাজ্য, ভেনেজুয়েলা; কানাইমা ন্যাশনাল পার্কে
-
উচ্চতা: ৩,২১২ ফুট (৯৭৯ মিটার) – পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
-
প্রশস্ততা: ৫০০ ফুট (১৫০ মিটার)
-
নদী: রিও কারোনি নদীর উপর অবস্থিত
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
-
ইতিহাস: ১৯৩০ সালে আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল প্রথম বহিরাগত হিসেবে দেখেন
-
নতুন নাম: ২০০৯ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ আদিবাসী ভাষায় ‘কেরেপাকুপাই মেরু’ নামকরণের প্রস্তাব দেন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
Arab League গঠনের মূল ভিত্তি কোন প্রোটোকল?
Created: 3 weeks ago
A
Cairo Protocol
B
Alexandria Protocol
C
Riyadh Agreement
D
Baghdad Treaty
আরব লীগের ভিত্তি হলো Alexandria Protocol, যা সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার পথ সুগম করে। এটি মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি আঞ্চলিক সংগঠন।
-
উদ্দেশ্য: রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সমন্বয় সাধন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বন্ধন সুদৃঢ় করা
-
প্রটোকল স্বাক্ষরের তারিখ: ৭ অক্টোবর, ১৯৪৪
-
গঠনকাল: ২২ মার্চ, ১৯৪৫ (Alexandria Protocol-এর ভিত্তিতে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া ও উত্তর ইয়েমেন (মোট ৭টি)
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
বর্তমান সদস্য সংখ্যা: ২২টি রাষ্ট্র [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
সেক্রেটারি জেনারেল: Mr. Ahmed Aboul Gheit [আগস্ট ২০২৫ অনুযায়ী]
-
অফিসিয়াল ভাষা: আরবি
উৎস:

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি মিয়ানমারের একটি গেরিলা সংগঠন?
Created: 2 months ago
A
হিজবুল্লাহ
B
গডস আর্মি
C
এলটিটিই
D
এমএনএলএফ
গডস আর্মি (God’s Army)
-
মিয়ানমারের একটি গেরিলা সংগঠন।
-
এটি কারেন ন্যাশনাল ইউনিয়নের (Karen National Union) একটি বিচ্ছিন্ন দল।
-
নেতৃত্ব দেয় যমজ ভাই জনি ও লুথার হটু।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৭, প্রতিষ্ঠাতা সাউ তুই তুই।
অন্য দেশের গেরিলা সংগঠন:
-
শ্রীলঙ্কা: LTTE
-
লেবানন: হিজবুল্লাহ
-
ফিলিপাইন: MNLF
উৎস: Federation of American Scientists

0
Updated: 2 months ago
B-2 Spirit কী?
Created: 1 week ago
A
পারমানবিক স্থাপনা
B
যুদ্ধ বিমান
C
অবকাশ কেন্দ্র
D
যুদ্ধ জাহাজ
বি-২ স্পিরিট (B-2 Spirit) হলো একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার, যা যুক্তরাষ্ট্রের Northrop Grumman কোম্পানি দ্বারা নির্মিত।
-
পূর্ণ নাম: Northrop Grumman B-2 Spirit
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই, ১৯৮৯
-
মার্কিন বিমান বাহিনীতে সেবা গ্রহণ: ১৯৯৩
-
ধরন: স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: ‘Flying wing’ ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
-
নির্মানকারী দেশ: যুক্তরাষ্ট্র

0
Updated: 1 week ago