A
কলোরাডো মালভূমি
B
তারিম মালভূমি
C
পামীর মালভূমি
D
তিব্বত মালভূমি
উত্তরের বিবরণ
পামীর মালভূমি সম্পর্কিত তথ্য
-
উচ্চতা ও বিশেষত্ব:
-
পৃথিবীর উচ্চতম মালভূমি
-
উচ্চতা: প্রায় ৭,৬৪৯ মিটার
-
পরিচিতি: ‘পৃথিবীর ছাদ’
-
-
অবস্থান:
-
মধ্য এশিয়ার দেশগুলিতে বিস্তৃত:
-
তাজিকিস্তান, কিরগিজস্তান, চীন, আফগানিস্তান
-
-

0
Updated: 2 weeks ago
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো-
Created: 2 weeks ago
A
উপত্যকা
B
সমভূমি
C
মালভূমি
D
মরুভূমি
মালভূমি, উপত্যকা, হ্রদ ও মরুভূমি
মালভূমি (Plateau)
-
সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু ও বিস্তৃত ভূখণ্ড।
-
চারপাশের এলাকা থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে।
-
উপরের পৃষ্ঠ সাধারণত সমতল বা কিছুটা ঢালু হয়।
উপত্যকা (Valley)
-
পাহাড় বা পর্বতমালার মধ্যে অবস্থিত দীর্ঘায়িত নিম্নভূমি অঞ্চল।
-
সাধারণত একটি নদী বা স্রোত প্রবাহিত হয়।
হ্রদ (Lake)
-
প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় জলের অংশ।
-
শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত একটি অববাহিকায় অবস্থান করে।
মরুভূমি (Desert)
-
অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিবিরল অঞ্চল।
-
অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আচ্ছাদিত।

0
Updated: 2 weeks ago
নেপালের সর্বশেষ রাজা ছিলেন—
Created: 2 weeks ago
A
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
B
মহেন্দ্র বীর বিক্রম শাহ
C
বীরেন্দ্র বীর বিক্রম শাহ
D
পৃথ্বী নারায়ণ শাহ
নেপালের রাজতন্ত্র সম্পর্কিত তথ্য
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
-
শাসনকাল: ২০০১–২০০৮ (রাজতন্ত্র বিলুপ্ত হওয়া পর্যন্ত)
-
রাজধানী: কাঠমান্ডু
-
মুদ্রা: নেপালি রুপি
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
প্রথম রাজা: পৃথ্বী নারায়ণ শাহ (১৭৬৮ সালে কাঠমান্ডু জয় ও ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠা)
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
আমাজন নদী সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত
-
দক্ষিণ আমেরিকার উত্তরাংশে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৪০০ কিমি
-
দক্ষিন আমেরিকার সর্ববৃহৎ নদী
-
-
উৎপত্তি ও প্রান্ত:
-
উৎপত্তি: পেরুর আন্দিজ পর্বতমালা
-
স্রোত মিলিত: আটলান্টিক মহাসাগরে
-
মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলে দিয়ে প্রবাহিত
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago