A
ইথিওপিয়ার পবর্তমালা
B
ভিক্টোরিয়া হ্রদ
C
আন্দিজ পর্বতমালা
D
মিনোসোটার হ্রদ
উত্তরের বিবরণ
নীল নদ সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
আফ্রিকা মহাদেশে অবস্থিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৬৫০ কিমি
-
-
উৎপত্তি:
-
উৎস: আফ্রিকার লেক ভিক্টোরিয়া
-
-
প্রবাহ ও পতিত হওয়া:
-
বিভিন্ন দেশ অতিক্রম করে ভূ-মধ্যসাগরে পতিত
-
নদী ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত:
-
মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া
-
-
-
উপনদী:
-
দুটি প্রধান উপনদী: সাদা নীল এবং নীল নীল
-
তথ্যসূত্র: Britannica.com & Worldatlas.com

0
Updated: 2 weeks ago
ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
Created: 2 weeks ago
A
পক প্রণালী
B
মালাক্কা প্রণালী
C
দার্দানেলিস প্রণালী
D
বেরিং প্রণালী

0
Updated: 2 weeks ago
বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রেখা কোন দুই দেশের মধ্যে?
Created: 2 weeks ago
A
পর্তুগাল ও স্পেন
B
যুক্তরাষ্ট্র ও কানাডা
C
ভারত ও চীন
D
চীন ও রাশিয়া

0
Updated: 2 weeks ago
ম্যাজিনো লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা?
Created: 2 weeks ago
A
জার্মানি ও ফ্রান্স
B
ইউক্রেন ও রাশিয়া
C
চিলি ও প্যারাগুয়ে
D
জার্মানি ও পোল্যান্ড
ম্যাজিনো লাইন
-
অবস্থান: ফ্রান্স ও জার্মানির সীমান্ত
-
কার্য: ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থা
-
নির্মাণ: প্রথম বিশ্বযুদ্ধের পর, জার্মানি ও ইতালির সীমান্ত বরাবর
-
উদ্দেশ্য: সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে অদম্য প্রতিরক্ষা
-
ইতিহাস: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী এই লাইন পাশ কাটিয়ে ভেঙে প্রবেশ করেছে
অন্যান্য সীমারেখা:
-
ম্যানারহেম রেখা: রাশিয়া ও ফিনল্যান্ড
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেন
-
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ড
-
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্স
-
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্স
-
সনোরা লাইন: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 2 weeks ago