পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
A
কলোরাডো মালভূমি
B
তারিম মালভূমি
C
পামীর মালভূমি
D
তিব্বত মালভূমি
উত্তরের বিবরণ
পামীর মালভূমি সম্পর্কিত তথ্য
-
উচ্চতা ও বিশেষত্ব:
-
পৃথিবীর উচ্চতম মালভূমি
-
উচ্চতা: প্রায় ৭,৬৪৯ মিটার
-
পরিচিতি: ‘পৃথিবীর ছাদ’
-
-
অবস্থান:
-
মধ্য এশিয়ার দেশগুলিতে বিস্তৃত:
-
তাজিকিস্তান, কিরগিজস্তান, চীন, আফগানিস্তান
-
-

0
Updated: 2 months ago
ক্যাঙ্গারুর দেশ বলা হয়-
Created: 2 months ago
A
নিউজিল্যান্ড
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
তাইওয়ান
ভৌগলিক উপনাম | দেশ |
---|---|
হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
নীল নদের দেশ | মিশর |
ক্যাঙ্গারুর দেশ | অস্ট্রেলিয়া |
মার্বেলের দেশ | ইতালি |
পঞ্চম ড্রাগনের দেশ | তাইওয়ান |
পিরামিডের দেশ | মিশর |

0
Updated: 2 months ago
'বাসেল কনভেনশন' কী বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
Created: 1 month ago
A
সমুদ্রতলদেশে প্রাণী সংরক্ষণ
B
বন্যপ্রাণী সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন
• বাসেল কনভেনশন:
- বিষাক্ত বা ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ নিষ্কাশন সংক্রান্ত কনভেনশন বাসেল কনভেনশন।
- কনভেনশনটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯২ সালে এটি কার্যকর হয়।
- পুরো নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their disposal.
- বাংলাদেশ কনভেনশনটি অনুমােদন করে ১৯৯৩ সালে।

0
Updated: 1 month ago
কোন দেশ CTBT-তে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি?
Created: 3 weeks ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ইরান
D
বর্ণিত সবগুলো
CTBT হলো Comprehensive Nuclear Test Ban Treaty, যা সামরিক ও বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে। চুক্তিটি জাতিসংঘ সাধারণ পরিষদে ১০ সেপ্টেম্বর, ১৯৯৬-এ গ্রহণ করা হয় এবং স্বাক্ষরিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬-এ। বর্তমানে ১৮৭টি দেশ স্বাক্ষর করেছে এবং এর মধ্যে ১৭৮টি দেশ অনুমোদন দিয়েছে। চুক্তির বাস্তবায়ন সংস্থা হলো CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization), যার সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া-তে অবস্থিত।
-
৯টি দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন দেননি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, নেপাল, রাশিয়া, সোমালিয়া, যুক্তরাষ্ট্র, ইয়েমেন
উৎস:

0
Updated: 3 weeks ago