নীল নদের উৎস কোনটি?
A
ইথিওপিয়ার পবর্তমালা
B
ভিক্টোরিয়া হ্রদ
C
আন্দিজ পর্বতমালা
D
মিনোসোটার হ্রদ
উত্তরের বিবরণ
নীল নদ সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
আফ্রিকা মহাদেশে অবস্থিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৬৫০ কিমি
-
-
উৎপত্তি:
-
উৎস: আফ্রিকার লেক ভিক্টোরিয়া
-
-
প্রবাহ ও পতিত হওয়া:
-
বিভিন্ন দেশ অতিক্রম করে ভূ-মধ্যসাগরে পতিত
-
নদী ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত:
-
মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া
-
-
-
উপনদী:
-
দুটি প্রধান উপনদী: সাদা নীল এবং নীল নীল
-
তথ্যসূত্র: Britannica.com & Worldatlas.com

0
Updated: 2 months ago
সম্প্রতি, ক্ষেপণাস্ত্র যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে- [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
ভারত
B
ইরান
C
পাকিস্তান
D
ইউক্রেন
সাম্প্রতিক এক ঘোষণায় পাকিস্তান তাদের সামরিক কাঠামোতে একটি নতুন ইউনিট 'আর্মি রকেট ফোর্স' গঠনের কথা জানিয়েছে, যা রকেট ও ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কাজের তত্ত্বাবধান করবে এবং দেশের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-
ঘোষণাটি দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো হয় এবং ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
-
নতুন ইউনিটটির মূল দায়িত্ব হবে বিভিন্ন ধরনের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধান।
-
এই রকেট ফোর্সের তৈরি লক্ষ্য হলো শত্রুপক্ষের আগ্রাসন প্রতিরোধ করা এবং প্রয়োজন হলে পাল্টা আঘাত চালাতে সক্ষম হওয়া, যেখানে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ থাকবে।
-
বিশ্লেষকরা ধারণা করছেন যে, এই সংযোজনটি পাকিস্তানি সামরিক ক্ষমতা ভারতের সঙ্গে পাল্লা দিতে সক্ষমতা বাড়ানোর অংশ।
-
উল্লেখ করা হয়েছে যে, নতুন ইউনিটটি চীনের পিপলস লিবারেশন আর্মির (PLA) রকেট ফোর্সের আদলে সংগঠিত করা হবে।

0
Updated: 1 week ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 2 months ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 2 months ago
নিচের কোনটি মিয়ানমারের একটি গেরিলা সংগঠন?
Created: 2 months ago
A
হিজবুল্লাহ
B
গডস আর্মি
C
এলটিটিই
D
এমএনএলএফ
গডস আর্মি (God’s Army)
-
মিয়ানমারের একটি গেরিলা সংগঠন।
-
এটি কারেন ন্যাশনাল ইউনিয়নের (Karen National Union) একটি বিচ্ছিন্ন দল।
-
নেতৃত্ব দেয় যমজ ভাই জনি ও লুথার হটু।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৭, প্রতিষ্ঠাতা সাউ তুই তুই।
অন্য দেশের গেরিলা সংগঠন:
-
শ্রীলঙ্কা: LTTE
-
লেবানন: হিজবুল্লাহ
-
ফিলিপাইন: MNLF
উৎস: Federation of American Scientists

0
Updated: 2 months ago