A
Alliteration
B
Elegy
C
Oxymoron
D
Limerick
উত্তরের বিবরণ
• Answer: Elegy
• Elegy (শোকগীতি / শোকগাঁথা কবিতা):
-
A meditative lyric poem expressing grief or mourning for the death of a friend or loved one.
-
Sometimes it laments tragic events.
-
Typically reflects personal sorrow, regret, and loss.
• Examples:
-
Adonais by Percy Bysshe Shelley (on the death of John Keats)
-
Elegy Written in a Country Churchyard by Thomas Gray
-
In Memoriam by Alfred Tennyson
-
Lycidas by John Milton
• Other literary devices for comparison:
-
Alliteration: Repetition of a consonant at the beginning of words or stressed syllables.
-
Oxymoron: Two contradictory ideas combined to reveal a hidden truth.
-
Limerick: A short, humorous five-line poem, often nonsensical, rhyming aabba.
Source: An ABC of English Literature by M. Mofizar Rahman

0
Updated: 2 weeks ago
Who has written the poem "Elegy Written in a Country Churchyard"?
Created: 1 month ago
A
Thomas Gray
B
P.B.Shelley
C
Robert Frost
D
Y.B.Yeats
An Elegy Written in a Country Churchyard (1751)
-
এই কবিতাটি ইংরেজ কবি Thomas Gray রচনা করেছিলেন। এটি একটি Elegy বা শোকগাঁথা কবিতা।
-
এটি ১৭৫১ সালে প্রকাশিত হয় এবং iambic pentameter quatrain ছন্দে লেখা।
-
এই কবিতাটি ইংরেজি সাহিত্যের একটি অমূল্য রত্ন হিসেবে বিবেচিত।
-
এতে মানবজীবনের অপচয় হওয়া সম্ভাবনা, গ্রামের সাধারণ মানুষের জীবন, এবং মৃত্যুর বাস্তবতা নিয়ে ভাবনা প্রকাশ করা হয়েছে।
-
কবিতায় একজন বর্ণনাকারী কবরস্থানে বসে চারপাশের দৃশ্য বর্ণনা করেন, আর সেই সাথে জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে চিন্তা করেন।
Thomas Gray (১৭১৬–১৭৭১)
-
তাকে Graveyard Poet বলা হয়, কারণ তিনি কবিতায় মৃত্যু ও শোক নিয়ে গভীর ভাব প্রকাশ করেছেন।
-
তিনি Age of Sensibility বা অনুভূতির যুগের একজন গুরুত্বপূর্ণ কবি।
তার বিখ্যাত রচনাগুলো
-
Elegy Written in a Country Churchyard (1751)
-
Alexander's Feast
-
Ode to Adversity
-
The Bard
-
Ode on a Distant Prospect of Eton College
Thomas Gray-এর বিখ্যাত উক্তি
-
"When ignorance is bliss, it is folly to be wise."
(যখন অজ্ঞতা আনন্দদায়ক, তখন জ্ঞানী হওয়া বোকামি।) -
"Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air."
(অনেক ফুল জন্মায়, যাদের সৌন্দর্য কেউ দেখে না — তারা মরুভূমির বাতাসে সুবাস বিলিয়ে নষ্ট হয়ে যায়।) -
"The paths of glory lead but to the grave."
(গৌরবের পথ শেষ পর্যন্ত কেবল কবরেই গিয়ে মেশে।)
উৎস: Britannica.com এবং ড. শীতল ঘোষ-এর ইংরেজি সাহিত্যের ইতিহাস।

0
Updated: 1 month ago
'Elegy Written in a Country Churchyard' is written by-
Created: 1 week ago
A
William Wordsworth
B
Thomas Gray
C
John Keats
D
W. B. Yeats
Elegy Written in a Country Churchyard – Thomas Gray
-
ইংরেজি কবি Thomas Gray ১৭৫১ সালে তার বিখ্যাত কবিতা “An Elegy Written in a Country Churchyard” প্রকাশ করেন।
-
কবিতাটি iambic pentameter quatrains আকারে রচিত।
-
এটি মূলত Graveyard School of Poetry–র অন্তর্ভুক্ত, যেখানে কবিরা মৃত্যু, দুঃখবোধ ও জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে লিখতেন (1740–50 এর দশকে বিশেষভাবে জনপ্রিয় ছিল)।
-
এই কবিতায় কবি গ্রামীণ কবরস্থানে বসে সাধারণ মানুষের অজানা জীবনের সম্ভাবনা, তাদের শান্তিপূর্ণ গ্রামীণ জীবন এবং অবশ্যম্ভাবী মৃত্যুর বিষয়টি গভীর ভাবনায় প্রকাশ করেছেন।
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ elegy হিসেবেই একে গণ্য করা হয়। (সূত্র: The Norton Anthology of English Literature)
মূল বৈশিষ্ট্য:
কবিতায় এক বর্ণনাকারী তার চারপাশের কবরস্থানের নিস্তব্ধতা বর্ণনা করেন—যেখানে মৃত কৃষক ও সাধারণ মানুষ চিরনিদ্রায় শায়িত। কবি তাদের অজানা প্রতিভা, হারানো সম্ভাবনা এবং মৃত্যুর সর্বজনীন সত্যকে করুণ অথচ মহিমান্বিত ভঙ্গিতে উপস্থাপন করেছেন।
Thomas Gray – The Age of Sensibility
-
Thomas Gray ছিলেন The Age of Sensibility যুগের একজন প্রধান কবি।
-
তিনি Graveyard poet নামেও পরিচিত, কারণ তার কবিতায় মৃত্যু, নিঃসঙ্গতা ও মানবজীবনের অনিত্যতার বিষয়গুলি বিশেষভাবে ফুটে ওঠে।
তাঁর বিখ্যাত উক্তি:
-
“Where ignorance is bliss, ’tis folly to be wise.”
-
“Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air.” -
“The paths of glory lead but to the grave.”
-
“Far from the madding crowd’s ignoble strife,
Their sober wishes never learn’d to stray.”
সূত্র: Gray, Elegy Written in a Country Churchyard, 1751

0
Updated: 1 week ago