A
Paradise Lost
B
Paradise Regained
C
The Odyssey
D
Aeneid
উত্তরের বিবরণ
“Better to reign in Hell than serve in Heaven” — এই বিখ্যাত উক্তিটি পাওয়া যায় Paradise Lost-এ।
-
Paradise Lost
-
রচিত John Milton দ্বারা।
-
এটি ইংরেজি সাহিত্যের সর্বকালের মহানতম এপিক কবিতাগুলোর মধ্যে একটি।
-
মূল বিষয়বস্তু: “To justify the ways of God to man”।
-
কবিতাটি মোট ১২টি বই বা অংশে বিভক্ত।
-
-
প্রধান চরিত্রসমূহ
-
Adam
-
Eve
-
Satan
-
Beelzebub
-
Mammon
-
-
John Milton (1608–1674)
-
একজন ইংরেজ কবি, pamphleteer এবং ইতিহাসবিদ।
-
Shakespeare-এর পর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজ লেখক হিসেবে বিবেচিত।
-
সর্বাধিক পরিচিত Paradise Lost রচনার জন্য।
-
-
প্রধান সাহিত্যকর্মসমূহ
-
Paradise Lost (1667) – সর্বশ্রেষ্ঠ এপিক
-
Paradise Regained (1671) – চারটি বইয়ে বিভক্ত
-
Samson Agonistes (1671) – নাট্যকাব্য
-
Lycidas – elegy
-
On his Blindness – Sonnet
-
-
বিখ্যাত উক্তি
-
“Better to reign in Hell than serve in Heaven.” (Paradise Lost)
-
“Childhood shows the man, as morning shows the days.” (Paradise Regained)
-
“Death is the golden key that opens the place of eternity.” (Paradise Lost)
-
-
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
Paradise Regained – John Milton রচিত
-
The Odyssey – Homer রচিত
-
Aeneid – Virgil রচিত
-
সূত্র: An ABC of English Literature (Dr. M Mofizar Rahman), Britannica

0
Updated: 2 weeks ago
In which Book does God send His Son to judge Adam and Eve?
Created: 1 week ago
A
Book 9
B
Book 10
C
Book 1
D
Book 12

1
Updated: 1 week ago
“Awake, arise, or be forever fallen!” Who said this?
Created: 1 week ago
A
God
B
Adam
C
Satan
D
Eve
শয়তান ঈশ্বরকে অস্বীকার করে মন্দকেই নিজের কল্যাণ হিসেবে গ্রহণ করে। এটি তার বিদ্রোহের চূড়ান্ত প্রকাশ। (Book 4, তবে Book 1–10 এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত)

1
Updated: 1 week ago
What does Adam say after deciding to eat the fruit?
Created: 1 week ago
A
“This fruit is sweeter than life.”
B
“God will forgive us surely.”
C
“Better to die with Eve than live alone.”
D
"I with thee have fixed my lot, / Certain to undergo like doom."
আদম বলে, ইভ ছাড়া বেঁচে থাকা অর্থহীন। তাই সে মৃত্যুকেও বেছে নেয় যদি ইভের সঙ্গে থাকতে পারে। এই উক্তি তার গভীর প্রেমের প্রমাণ, তবে একই সঙ্গে এটি ঈশ্বরের প্রতি অবাধ্যতা। আদম প্রেমকে কর্তব্যের ঊর্ধ্বে রাখে, যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 week ago