বাংলাদেশের সংবিধানের প্রকৃতি কী রূপ?
A
অলিখিত ও সুপরিবর্তনীয়
B
লিখিত ও সুপরিবর্তনীয়
C
অলিখিত ও দুষ্পরিবর্তনীয়
D
লিখিত ও দুষ্পরিবর্তনীয়
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের প্রকৃতি: লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এটি একটি বিস্তারিত লিখিত দলিল, যার মূল কাঠামো পরিবর্তন করা কঠিন ও সময়সাপেক্ষ।
বাংলাদেশের সংবিধান:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
বাংলাদেশের সংবিধানের মূলনীতি ৪টি।
-
সংবিধানে সহজে পরিবর্তন আনা সম্ভব নয়।
-
সংবিধানটি ১১টি ভাগ বা অধ্যায়ে বিভক্ত।
-
বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি ৪টি।
উল্লেখ্য: বাংলাদেশের সংবিধানের প্রকৃতি হলো লিখিত ও দুষ্পরিবর্তনীয়।
সূত্র: বাংলাদেশের সংবিধান ও পত্রিকা রিপোর্ট।

0
Updated: 2 months ago
সংবিধানের কততম সংশোধনীতে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সন্নিবেশিত হয়?
Created: 4 weeks ago
A
ষষ্ঠ
B
সপ্তম
C
চতুর্থ
D
পঞ্চম
পঞ্চম সংশোধনী (বাংলাদেশ সংবিধান):
-
মূল সন্নিবেশ: 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজন
-
অনুমোদন: ১৯৭৯ সালে জাতীয় সংসদ
-
প্রভাব: সংবিধানের চতুর্থ তফসিল সংশোধন
-
সংশ্লিষ্ট আইন ও অধ্যাদেশ: ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য সমস্ত সামরিক বিধি ও অধ্যাদেশ পঞ্চম সংশোধনীর আওতায় আনা হয়
-
জাতীয়তা সংক্রান্ত পরিবর্তন: বাঙালি জাতীয়তাবাদের স্থলে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তিত

0
Updated: 4 weeks ago
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য ছিল -
Created: 2 weeks ago
A
২৭ জন
B
৩০ জন
C
৩৪ জন
D
৩৭ জন
বাংলাদেশের স্বাধীনতার পর একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের জন্য একটি খসড়া কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি দেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও আইন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
-
এই কমিটির মোট সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
-
আওয়ামী লীগ ছাড়া একমাত্র সদস্য ছিলেন ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত।
-
কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
-
সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের হস্তলিখিত সংবিধানটির অঙ্গসজ্জা কে করেন?
Created: 2 months ago
A
কামরুল হাসান
B
জয়নুল আবেদীন
C
আব্দুর রউফ
D
হাশেম খান
বাংলাদেশের সংবিধান
-
সংবিধান প্রণয়ন কমিটি:
-
গঠন: ১৯৭২ সালের ১১ এপ্রিল
-
সভাপতি: আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন
-
সদস্য সংখ্যা: ৩৪ জন
-
-
কার্যকরী হওয়ার তারিখ: ১৬ ডিসেম্বর ১৯৭২
-
মূল লেখক: শিল্পী আব্দুর রউফ
-
অঙ্গসজ্জা (Illustration/Decoration): শিল্পাচার্য জয়নুল আবেদীন
-
প্রচ্ছদ: শীতলপাটিতে লেখা: “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান”
-
স্বাক্ষর:
-
গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন
-
স্বাক্ষর করা হয় বাংলা ও ইংরেজি লিপিতে, তারিখ: ১৫ ডিসেম্বর ১৯৭২
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত স্বাক্ষর করেননি
-
সূত্র: জাতীয় তথ্য বাতায়ন, বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

0
Updated: 2 months ago