‘The Spirit of Islam’ গ্রন্থটির লেখক কে?
A
স্যার সৈয়দ আহমদ
B
সৈয়দ আমীর আলী
C
আবুল কালাম আজাদ
D
শাহ ওয়ালীউল্লাহ
উত্তরের বিবরণ
‘The Spirit of Islam’: সৈয়দ আমীর আলীর বিখ্যাত গ্রন্থ, এতে ইসলামের চেতনা ব্যাখ্যা করা হয়েছে।
সৈয়দ আমীর আলী:
-
সৈয়দ আমীর আলী ছিলেন মুসলিম পুনর্জাগরণের অন্যতম অগ্রদূত।
-
তিনি ১৮৪৯ সালে ভারতের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করেন।
-
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে তাঁর লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হলো The Spirit of Islam এবং A Short History of the Saracens।
-
এই গ্রন্থদ্বয়ে তিনি মুসলিম বিশ্বের ঐতিহ্য, সংস্কৃতি এবং গৌরবময় অতীতকে বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপন করেন।
-
তাঁর লেখাগুলো শুধুমাত্র ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নয়, মুসলিম সমাজে আত্মবিশ্বাস ও সংস্কারচিন্তার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
১৯১২ সালে তিনি মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন এবং মুসলিম সমাজে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় চিন্তাধারার আধুনিকীকরণে কার্যকর ভূমিকা পালন করেন।
সূত্র: বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
'কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা'-বইটির লেখক কে?
Created: 5 days ago
A
আবুল কালাম শামসূদ্দীন
B
আবুল মনসুর আহমদ
C
শামসুদ্দিন আবুল কালাম
D
এস ওয়াজেদ আলী
'বেশি দামে কেনা কম দামে বেচা আমাদের স্বাধীনতা' গ্রন্থটি লেখক আবুল মনসুর আহমেদ রচিত একটি প্রবন্ধসংকলন। এতে লেখক স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে ব্যঙ্গাত্মক ও সমালোচনাধর্মী আলোচনা করেছেন।
• গ্রন্থটি– এতে মোট ৪২টি নিবন্ধ রয়েছে।
• প্রথম ৩৯টি নিবন্ধ ১৯৭২ ও ১৯৭৩ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়।
• প্রতিটি নিবন্ধের বিষয় আলাদা হলেও মূল বক্তব্য অভিন্ন, অর্থাৎ দেশের বাস্তব সমস্যার সমাধান নির্দেশনা।
• লেখক জাতীয় সমস্যার মূল কারণ বিশ্লেষণ করে সমাধানের পথনির্দেশনা দিয়েছেন।
• তিনি সমাজ ও রাষ্ট্র গঠনের দায়িত্ব সব মানুষের ওপর ন্যস্ত করেছেন।
আবুল মনসুর আহমেদ
• জন্ম: ১৮৯৮ খ্রিষ্টাব্দ, ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে।
• পেশা ও পরিচিতি: সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ ও সাহিত্যিক।
• অংশগ্রহণ: খিলাফত, অসহযোগ ও স্বরাজ আন্দোলন।
তাঁর ব্যঙ্গরচনা
• আয়না
• ফুড কনফারেন্স
• গালিভারের সফরনামা
তাঁর স্মৃতিকথা ও আত্মজীবনীমূলক গ্রন্থ
• আত্মকথা (১৯৭৮, আত্মজীবনী)
• আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর
• শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু
উপন্যাসসমূহ
• সত্যমিথ্যা
• জীবন ক্ষুধা
• আবে-হায়াৎ

0
Updated: 5 days ago
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান 'জল্লাদের দরবার' এর রচয়িতা কে ছিলেন?
Created: 3 weeks ago
A
কল্যাণ মিত্র
B
রাজু আহমেদ
C
এম আর আকতার মুকুল
D
নারায়ণ ঘোষ (মিতা)
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিকামী মানুষের প্রেরণার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করেছিল। এর বিভিন্ন অনুষ্ঠান মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে যেমন উদ্দীপ্ত করেছিল, তেমনি দখলদার বাহিনীর অমানবিকতা ও বিশ্বাসঘাতক চরিত্রও ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছিল।
-
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর প্রবাসী সরকারের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়।
-
এর প্রাথমিক যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে।
-
এখান থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রচারিত হয়।
-
জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল ‘চরমপত্র’, ‘জল্লাদের দরবার’, এবং ‘মীর জাফরের রোজনামচা’।
-
-
‘জল্লাদের দরবার’
-
এই ব্যঙ্গাত্মক সিরিজে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খানের নৃশংসতা ও অমানবিক চরিত্র চিত্রিত করা হতো।
-
তাকে ‘কেল্লা ফতেহ খান’ নামে একটি চরিত্রে উপস্থাপন করা হয়, যেখানে অভিনয় করেন রাজু আহমেদ।
-
এটি মূলত রূপকধর্মী ধারাবাহিক নাটক ছিল।
-
কল্যাণ মিত্র নাটকটি রচনা ও প্রযোজনা করেছিলেন।
-
তিনি আরও একটি নাটক ‘মীর জাফরের রোজনামচা’ লিখেছিলেন।
-
-
‘চরমপত্র’
-
মুক্তিযুদ্ধকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর একটি ছিল এটি।
-
ব্যঙ্গ ও শ্লেষপূর্ণ এই অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
অনুষ্ঠানটির রচনা ও উপস্থাপনা করেছিলেন এম আর আখতার মুকুল।
-
চরমপত্র প্রচারের পরিকল্পনা করেছিলেন এম এ মান্নান (গণপরিষদ সদস্য)।
-

0
Updated: 3 weeks ago
Making of a Nation Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
কামাল হোসেন
B
এস.এ. করিম
C
নুরুল ইসলাম
D
আনিসুর রহমান
Making of a Nation: Bangladesh গ্রন্থের লেখক অধ্যাপক নুরুল ইসলাম।
নুরুল ইসলাম
-
তিনি একজন খ্যাতিমান অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও লেখক ছিলেন।
-
জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ১ এপ্রিল।
মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে তাঁর ভূমিকা
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি যুক্তরাষ্ট্রে থেকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলেন।
-
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন।
-
স্বাধীনতার পর তাঁকে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
-
তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি স্থায়ীভাবে বিদেশে চলে যান।
রচনাসমূহ
অধ্যাপক নুরুল ইসলাম আজীবন গবেষণা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর লিখিত বইয়ের সংখ্যা ২৯টি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো—
-
Corruption, Its Control and Drivers of Change
-
India, Pakistan, Bangladesh: A Primer on Political History
-
Development Planning in Bangladesh: A Study in Political Economy (UPL, 1979, পুনর্মুদ্রণ 1993)
-
Development Strategy of Bangladesh (Pergamon, 1978)
-
Foodgrain Price Stabilization in Developing Countries: Issues and Experiences in Asia (IFPRI, 1996)
-
Exploration in Development Issues: Selected Articles of Nurul Islam (Ashgate, 2003)
-
Making of a Nation: Bangladesh – An Economist’s Tale (UPD, 2003)
উৎস: Rokomari.com

0
Updated: 1 month ago