আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
A
রাজনৈতিক দল
B
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
C
বিরোধী দল
D
কোনটি নয়
উত্তরের বিবরণ
গণতন্ত্রের মূল ভিত্তি:
আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি হলো রাজনৈতিক দল।
রাজনৈতিক দল জনগণের মতামত সংগ্রহ করে এবং তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিনিধিদের নির্বাচন করে।
এটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
উল্লেখ্য,- রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর হয় না, কারণ এটি নীতি ও আদর্শ ভিত্তিক শাসনের সুযোগ তৈরি করে। তাই, গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 2 months ago
বেসরকারি বিল কে উত্থাপন করতে পারে?
Created: 2 months ago
A
মন্ত্রী
B
সাধারণ সংসদ সদস্য
C
রাষ্ট্রপতি
D
প্রধান বিচারপতি
বেসরকারি বিল সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয়।
• বিল
-
আইনের প্রাথমিক প্রস্তাবকে সংসদীয় ভাষায় বিল বলা হয়।
-
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
-
বিলের দুই প্রকার:
-
সরকারি বিল
-
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের নোটিশ প্রয়োজন।
-
যে বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয় তাকে সরকারি বিল বলা হয়।
-
-
বেসরকারি বিল
-
যে বিল সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয় তাকে বেসরকারি বিল বলা হয়।
-
বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
-
-
সূত্র:
-
পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
-
সংসদ সচিবালয় ওয়েবসাইট

0
Updated: 2 months ago
নিম্নের কোনটি সুশীল সমাজের কাজ হিসেবে পরিচিত?
Created: 3 weeks ago
A
রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা
B
সরকারের গঠনমূলক সমালোচনা করা
C
নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা
D
বিতর্ক সৃষ্টি করা
সুশীল সমাজ হলো এমন একটি গোষ্ঠী, যা সমাজের উন্নয়ন, মানবাধিকার এবং সরকারের দায়িত্বশীলতা নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখে।
-
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী: সুশীল সমাজ সরকারের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে।
-
সমাজ উন্নয়ন: মানব পুঁজি গঠন, সমাজসেবা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
-
সরকারি জবাবদিহিতা ও স্বচ্ছতা: সরকারের দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সচেষ্ট।
-
গঠনমূলক সমালোচনা: সরকারকে সমালোচনা করে এবং তার বক্তব্য বা সুপারিশ উপেক্ষা করা যায় না।
-
সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবাধিকার: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করা এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকা।
-
রাজনৈতিক পক্ষপাত: সরকার বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা সুশীল সমাজের কাজ নয়।

0
Updated: 3 weeks ago
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর আরেকটি নাম -
Created: 2 months ago
A
প্রশাসনিক গোষ্ঠী
B
স্বার্থান্বেষী গোষ্ঠী
C
রাজনৈতিক দল
D
উপরের সবগুলোই
চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
-
অন্য নাম: স্বার্থান্বেষী গোষ্ঠী।
-
বর্তমানে যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় চাপসৃষ্টিকারী গোষ্ঠী অত্যন্ত প্রভাবশালী অংশ হিসেবে বিবেচিত হয়।
-
রাজনৈতিক দলের মত সরকারি ক্ষমতা দখল চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য নয়।
-
কিন্তু সরকারি নীতি নির্ধারণে এই গোষ্ঠীগুলো কার্যকরী প্রভাব বিস্তার করে।
-
প্রভাব বিস্তার বা চাপ সৃষ্টির মাধ্যমে স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো সরকারি সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে আনার বিষয়ে সচেষ্ট থাকে।
-
বিশেষ স্বার্থযুক্ত এই গোষ্ঠীসমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের উপরও প্রভাব বিস্তার করে।
-
জনসাধারণের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, বৃত্তিগত প্রভৃতি স্বার্থকে কেন্দ্র করে এই গোষ্ঠীসমূহের সৃষ্টি হয়।
-
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর নামকরণ ও সংজ্ঞা সম্পর্কে কিছু সমস্যা আছে।
-
অনেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure group), স্বার্থান্বেষী গোষ্ঠী (Interest group), লবি (Lobby), মনোভাব কেন্দ্রিক গোষ্ঠী (Attitude group) এবং রাজনৈতিক গোষ্ঠী (Political group) সমার্থক শব্দরূপে গণ্য করেন।
-
সূত্র: পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 months ago