A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
উত্তরের বিবরণ
পানি’ শব্দের সমার্থক শব্দ
-
জল
-
নীর
-
উদক
-
সলিল
-
পানি
-
অপ
-
প্রানদ
-
তোয়
-
জীবন
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago
‘হাতি’-এর সমার্থক শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
কুন্তল
B
ফণী
C
তনু
D
কর
'হাতি' এর সমার্থক শব্দ গজ, দন্তী, দ্বিপ, হস্তী, করী, বৃংগল, নশ, বারণ, কুঞ্জর ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়?
Created: 4 weeks ago
A
পাবক
B
বৈশ্বানর
C
সর্বশুচি
D
প্রজ্বলিত
'অগ্নি'-র সমার্থক শব্দ নয়- প্রজ্বলিত।
'প্রজ্বলিত' শব্দের অর্থ: জ্বলছে এমন, প্রদীপ্ত।
অন্যদিকে,
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 weeks ago
কোনটি সমার্থক শব্দ নয়?
Created: 1 month ago
A
পাবক
B
পবন
C
বহ্নি
D
অনল
পাবক, অনল ও বহ্নি হলো আগুন শব্দের সমার্থক শব্দ । পবন শব্দের সমার্থক শব্দ বাতাস, বায়ু, অনিল, সমীরণ, বাত, মরুৎ, সমীর ইত্যাদি।

1
Updated: 1 month ago