A
হস্তশিল্প
B
ফার্নিচার পণ্য
C
চামড়াজাত পণ্য
D
ইলেকট্রনিক্স
উত্তরের বিবরণ
বর্ষপণ্য-২০২৫:
-
ঘোষণা: সরকার ফার্নিচার বা আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেছে।
-
প্রকাশক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
-
উদ্দেশ্য: দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ।
-
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা:
-
১৯৯৫ সাল থেকে আয়োজন করা হচ্ছে।
-
যৌথ আয়োজক: বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
-
১ জানুয়ারি, ২০২৫, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফসি)-তে ২৯তম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
-
-
রপ্তানি: ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়।
-
প্রস্তাবনা: পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
সূত্র: প্রথম আলো এবং BANGLADESH GOVERNMENT PRESS

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে কতজনকে বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করা হয়?
Created: 5 days ago
A
৬৭৫ জন
B
৬৭৬ জন
C
৬৭৭ জন
D
৬৭৮ জন
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলী
বীরত্বসূচক খেতাব
মুক্তিযুদ্ধের রণকৌশল
যুক্তফ্রন্ট
No subjects available.
মুক্তিযুদ্ধের খেতাব
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্য ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব প্রদান করে।
বীরত্বসূচক খেতাবসমূহ:
-
বীরশ্রেষ্ঠ – সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৭ জন
-
বীরউত্তম – দ্বিতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৬৮ জন
-
বীরবিক্রম – তৃতীয় সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ১৭৫ জন
-
বীরপ্রতীক – চতুর্থ সর্বোচ্চ খেতাব, প্রাপ্ত: ৪২৬ জন
-
সাম্প্রতিক পরিবর্তন: ৬ জুন ২০২১ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামের মুক্তিযুদ্ধে প্রদত্ত খেতাব বাতিল করে।
তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) সম্প্রতি গার্মেন্টসসহ কতিপয় দ্রব্য বিনাশুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
জাপান
D
চীন
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।
• বস্ত্র খাত:
- ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় প্রায় ৪৬.৯৯ বিলিয়ন মার্কিন ডলার, যা উক্ত সময়ে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪.৫৭ শতাংশ।
• গুরুত্বপূর্ণ তথ্য:
- বাংলাদেশের তৈরি পোশাক খাত ‘তৈরি পোশাক’ ও ‘নীটওয়্যার’ – ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
- ২০২৩-২৪ অর্থবছরে তৈরি পোশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় – ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট রপ্তানি আয়ের ৮৫.৪৫%।
- একক পণ্য হিসাবে নীটওয়্যার সবচেয়ে বেশি রপ্তানি হয়। পরিমাণ – ১৮,৫৯২ মিলিয়ন মার্কিন ডলার।
সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪, বাণিজ্য মন্ত্রণালয় ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
National Academy for Primary Education কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
গাজীপুর
C
ময়মনসিংহ
D
পাবনা
National Academy for Primary Education (নেপ):
-
অবস্থান: ময়মনসিংহ।
-
প্রতিষ্ঠা: নেপ সর্বপ্রথম ১৯৬৯ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
মহান স্বাধীনতার পর: ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজগুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে কার্যক্রম শুরু করে।
-
১৯৭৮ সালে: ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশন "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৮৫ সালে: এর নামকরণ করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
-
২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
সূত্র: নেপ ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago