A
এশিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
উত্তরের বিবরণ
আমাজন নদী সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত
-
দক্ষিণ আমেরিকার উত্তরাংশে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৪০০ কিমি
-
দক্ষিন আমেরিকার সর্ববৃহৎ নদী
-
-
উৎপত্তি ও প্রান্ত:
-
উৎপত্তি: পেরুর আন্দিজ পর্বতমালা
-
স্রোত মিলিত: আটলান্টিক মহাসাগরে
-
মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলে দিয়ে প্রবাহিত
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোন কাজটি ওপেক পরিচালনা করে?
Created: 2 weeks ago
A
বিশ্বে গমের দামের নিয়ন্ত্রণ
B
তেল উৎপাদনের সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখা
C
পরমাণু শক্তি বিস্তার
D
বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থাপনা
ওপেক (OPEC)
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries
-
প্রকার: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর, ১৯৬০, বাগদাদ, ইরাক (বাগদাদ কনফারেন্সের মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
প্রথম সদরদপ্তর: প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ড, জেনেভা
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি [আগস্ট, ২০২৫]
-
প্রস্তাবক: ভেনেজুয়েলা
মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা
-
সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা
-
বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা
উল্লেখ্য:
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত, জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয়, পরে নভেম্বরে আবার স্থগিত
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় কোন দেশে?
Created: 2 weeks ago
A
জাপানে
B
সিরিয়ায়
C
যুক্তরাষ্ট্র
D
ইরানে
বিশ্বের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ
-
তারিখ: ৬ আগস্ট, ১৯৪৫
-
স্থান: হিরোশিমা, জাপান
-
বোমার নাম: লিটল বয় (Little Boy)
-
বিমান: Enola Gay (যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর B-29 বোমারু বিমান)
-
ধ্বংসযজ্ঞ: আনুমানিক ৭০,০০০–৮০,০০০ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত
-
অস্ত্রের ধরণ: ইউরেনিয়াম-২৩৫ ভিত্তিক পারমাণবিক বোমা
দ্বিতীয় পারমাণবিক হামলা:
-
তারিখ: ৯ আগস্ট, ১৯৪৫
-
স্থান: নাগাসাকি, জাপান
-
বোমার নাম: ফ্যাটম্যান (Fat Man)
-
ফলাফল: জাপান ১৫ আগস্ট, ১৯৪৫ সালে আত্মসমর্পণ করে।
-
গুরুত্ব: হিরোশিমা ও নাগাসাকি হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধনীতি পুনর্বিবেচনার পথ খুলে দেয়।
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
টেসলা কোন কোন ধরনের প্রতিষ্ঠান?
Created: 2 weeks ago
A
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান
B
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
C
বৈদ্যুতিক গাড়ি ও শক্তি প্রযুক্তি কোম্পানি
D
ই-কমার্স প্রতিষ্ঠান
টেসলা (Tesla)
-
প্রকার: আমেরিকান প্রতিষ্ঠান
-
উদ্দেশ্য: বৈদ্যুতিক যান এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক প্রযুক্তি
-
সদর দপ্তর: অস্টিন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
-
পূর্ববর্তী সদর দপ্তর: ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উৎস: Tesla ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago