A
আল্পস পর্বতমালা
B
রকি পর্বতমালা
C
আন্দিজ পর্বতমালা
D
ইউরাল পর্বতমালা
উত্তরের বিবরণ
ইউরাল পর্বতমালা সম্পর্কিত তথ্য
-
ভৌগোলিক গুরুত্ব:
-
ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে
-
-
আয়তন ও দৈর্ঘ্য:
-
দৈর্ঘ্য: ১,৫৫০ মাইল (২,৫০০ কিমি)
-
-
উচ্চতা:
-
গড় উচ্চতা: ৩,৩০০–৩,৬০০ ফুট (১,০০০–১,১০০ মিটার)
-
সর্বোচ্চ শিখর: মাউন্ট নরোদনা, ৬,২১৭ ফুট (১,৮৯৫ মিটার)
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ভেনিজুয়েলা
B
আর্জেন্টিনা
C
জিম্বাবুয়ে
D
যুক্তরাষ্ট্র
এঞ্জেল জলপ্রপাত (Angel Falls)
-
অবস্থান: বলিভার রাজ্য, ভেনেজুয়েলা; কানাইমা ন্যাশনাল পার্কে
-
উচ্চতা: ৩,২১২ ফুট (৯৭৯ মিটার) – পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
-
প্রশস্ততা: ৫০০ ফুট (১৫০ মিটার)
-
নদী: রিও কারোনি নদীর উপর অবস্থিত
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
-
ইতিহাস: ১৯৩০ সালে আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল প্রথম বহিরাগত হিসেবে দেখেন
-
নতুন নাম: ২০০৯ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ আদিবাসী ভাষায় ‘কেরেপাকুপাই মেরু’ নামকরণের প্রস্তাব দেন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
বর্তমানে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ- [ আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
সোমালিয়া
B
বুরকিনা ফাসো
C
দক্ষিণ সুদান
D
সিরিয়া
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ (Global Terrorism Index 2025):
-
প্রকাশক: Institute for Economics & Peace (IEP), অস্ট্রেলিয়া
-
প্রকাশের তারিখ: মার্চ ২০২৫
-
শীর্ষ ৫টি দেশ সন্ত্রাসের প্রভাবের দিক থেকে:
-
বুরকিনা ফাসো
-
পাকিস্তান
-
সিরিয়া
-
মালি
-
নাইজার
-

0
Updated: 2 weeks ago
বাসেল কনভেনশন কত সালে গৃহীত হয়?
Created: 3 days ago
A
১৯৮২ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
বাসেল কনভেনশন
সাম্রাজ্যের পতন
No subjects available.
বাসেল কনভেনশন
-
পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
-
বিষয়: বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি।
-
গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯
-
স্থান: বাসেল, সুইজারল্যান্ড
-
কার্যকর হয়: ৫ মে, ১৯৯২
-
সদস্য রাষ্ট্র: ১৯১টি
-
স্বাক্ষরকারী রাষ্ট্র: ৫৩টি
উদ্দেশ্য
-
উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।
-
বিপজ্জনক বর্জ্যের পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
-
আন্তঃসীমান্ত চলাচল যতটা সম্ভব হ্রাস করা।
বাংলাদেশ ও বাসেল কনভেনশন
-
বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
উৎস: UN Basel Convention ওয়েবসাইট

0
Updated: 3 days ago