A
সুদান
B
মিশর
C
জর্ডান
D
লিবিয়া
উত্তরের বিবরণ
সুয়েজ খাল সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
সিনাই উপদ্বীপ, মিশর
-
-
খনন ও উদ্বোধন:
-
খনন কাজ শুরু: ১৮৫৯
-
আনুষ্ঠানিকভাবে খোলা: ১৮৬৯
-
-
দৈর্ঘ্য:
-
১৯৩ কিমি
-
-
জাতীয়করণ:
-
মিশর কর্তৃক ১৯৫৬ সালে জাতীয়করণ
-
-
সংশ্লেষণ ও পৃথককরণ:
-
সংযুক্ত করেছে: ভূমধ্যসাগর ও লোহিত সাগর
-
পৃথক করেছে: এশিয়া ও আফ্রিকা মহাদেশ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
Created: 2 weeks ago
A
৩ বার
B
৪ বার
C
২ বার
D
১ বার
### রেডক্রস (Red Cross)
* **প্রতিষ্ঠার প্রেক্ষাপট:**
* ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধের সময় সুইস ব্যবসায়ী **হেনরি ডুনান্ট** আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
* এই ঘটনা মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা করে।
* **প্রতিষ্ঠা:**
* ১৮৬৩ সালে জেনেভায় **International Committee of the Red Cross (ICRC)** প্রতিষ্ঠিত।
* ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে **তিনবার নোবেল শান্তি পুরস্কারে** ভূষিত করা হয়েছে: ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩।
* **প্রতীক ও দিন:**
* সুরক্ষা চিহ্ন: **লাল ক্রস সাদা পটভূমিতে**, Geneva Convention-এ স্বীকৃত।
* বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় **৮ মে**, যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
* **উল্লেখযোগ্য তথ্য:**
* হেনরি ডুনান্ট ১৯০১ সালে **নোবেল শান্তি পুরস্কার** পান, এটি তার ব্যক্তিগত পুরস্কার; রেড ক্রসকে নয়।
**উৎস:** ICRC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বর্তমানে জিডিপিতে শীর্ষ অর্থনীতির দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
জার্মানি
C
যুক্তরাজ্য
D
যুক্তরাষ্ট্র
জিডিপি:
- জিডিপি একটি দেশের অর্থনীতির ব্যাপকতা মূল্যায়নের জন্য একটি মূল মেট্রিক হিসাবে কাজ করে।
- একটি দেশের জিডিপি পরিমাপ করার ভোগ্যপণ্য, নতুন বিনিয়োগ, সরকারি ব্যয় এবং রপ্তানির নিট মূল্যের উপর মোট ব্যয়ের সমষ্টি দ্বারা মোট প্রাপ্ত করা হয়।
- এই নিবন্ধটির লক্ষ্য ২০২৫ সালে বিশ্বের দশটি বৃহত্তম অর্থনীতির অন্তর্দৃষ্টি প্রদান করা,
- জিডিপিতে সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ।
- এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন।
- ভারত চতুর্থ অর্থনীতির দেশ।
- যুক্তরাজ্য ষষ্ঠ অর্থনীতির দেশ ।

0
Updated: 2 weeks ago