A
মার্টিন লুথার কিং
B
রিচার্ড নিক্সন
C
জন এফ কেনেডি
D
উড্রো উইল্সন
No subjects available.
উত্তরের বিবরণ
মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কিত তথ্য
-
ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম
-
-
জন্ম ও মৃত্যু:
-
জন্ম: ১৫ জানুয়ারি ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ এপ্রিল ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)
-
-
বিখ্যাত কর্মকাণ্ড:
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেছিলেন বিখ্যাত ‘I Have a Dream’ ভাষণ
-
ভাষণে তিনি বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বপ্নের কথা বলেছিলেন
-
-
-
পুরস্কার:
-
১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
বিশ্বের চিনির ভান্ডার নামে কোন দেশটি পরিচিত?
Created: 2 weeks ago
A
ইন্দোনেশিয়া
B
গাম্বিয়া
C
কিউবা
D
প্যারাগুয়ে
কিউবার ভৌগলিক উপনাম
-
উপনাম: "বিশ্বের চিনি ভাণ্ডার"
-
কারণ:
-
বিশাল আখ চাষ
-
ঐতিহাসিক চিনি উৎপাদন ও রপ্তানি
-
দেশের অর্থনীতি মূলত চিনি ও আখ নির্ভর
-
-
প্রধান অর্থকরী ফসল: আখ
-
বিশেষত্ব:
-
উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি আখ চাষের জন্য উপযোগী
-
১৮শ ও ১৯শ শতাব্দীতে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ছিল
-
স্প্যানিশ উপনিবেশিক যুগে আখ চাষ ও ইউরোপে রপ্তানি শুরু
-
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 2 weeks ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আলোচিত গেরিলা ও রাজনৈতিক দল
বিভিন্ন গেরিলা ও রাজনৈতিক দল
No subjects available.
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
আমাজন নদী সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত
-
দক্ষিণ আমেরিকার উত্তরাংশে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৪০০ কিমি
-
দক্ষিন আমেরিকার সর্ববৃহৎ নদী
-
-
উৎপত্তি ও প্রান্ত:
-
উৎপত্তি: পেরুর আন্দিজ পর্বতমালা
-
স্রোত মিলিত: আটলান্টিক মহাসাগরে
-
মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলে দিয়ে প্রবাহিত
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago