'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
A
মার্টিন লুথার কিং
B
রিচার্ড নিক্সন
C
জন এফ কেনেডি
D
উড্রো উইল্সন
উত্তরের বিবরণ
মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কিত তথ্য
-
ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম
-
-
জন্ম ও মৃত্যু:
-
জন্ম: ১৫ জানুয়ারি ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ এপ্রিল ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)
-
-
বিখ্যাত কর্মকাণ্ড:
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেছিলেন বিখ্যাত ‘I Have a Dream’ ভাষণ
-
ভাষণে তিনি বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বপ্নের কথা বলেছিলেন
-
-
-
পুরস্কার:
-
১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
ইংল্যান্ডের 'গৌরবময় বিপ্লব' (Glorious Revolution) এর ফলাফল কী ছিল?
Created: 1 week ago
A
ক্যাথলিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা
B
রাজতন্ত্রের বিলুপ্তি
C
সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা
D
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ
গৌরবময় বিপ্লব (Glorious Revolution) ১৬৮৮ সালে ইংল্যান্ডে ঘটে, যার ফলে রজা দ্বিতীয় জেমসের পতন হয় এবং উইলিয়াম ও মেরি সিংহাসনে বসেন। এই বিপ্লবের ফলে সংসদের ক্ষমতা বৃদ্ধি পায় এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
গৌরবময় বিপ্লব:
-
এটি ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন।
-
১৬৮৮ সালে রাজা দ্বিতীয় জেমসের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের কারণে উইলিয়াম অব অরেঞ্জকে সিংহাসনে আহ্বান করা হয়। বিপ্লবটি রক্তপাতহীনভাবে সম্পন্ন হওয়ায় একে ‘গৌরবময়’ বলা হয়।
-
উইলিয়াম ও মেরির অভিষেকের মাধ্যমে প্রোটেস্ট্যান্ট শাসন প্রতিষ্ঠিত হয় এবং ক্যাথলিক প্রভাব কমে যায়।
-
১৬৮৯ সালে গৃহীত Bill of Rights রাজতন্ত্রের ক্ষমতা সীমাবদ্ধ করে এবং সংসদের অধিকার সুনিশ্চিত করে।
-
এর ফলে সাংবিধানিক রাজতন্ত্রের ভিত্তি রচিত হয়, গণতান্ত্রিক ধারার প্রসার ঘটে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন সমাজে প্রতিষ্ঠা পায়।

0
Updated: 1 week ago
COMESA কোন ধরণের সংগঠন?
Created: 3 weeks ago
A
পরিবেশবাদী সংস্থা
B
মানবাধিকার সংগঠন
C
সাংস্কৃতিক জোট
D
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
COMESA (The Common Market for Eastern and Southern Africa)
-
ধরন: আঞ্চলিক অর্থনৈতিক জোট
-
সংখ্যা: ২১টি দেশ অন্তর্ভুক্ত
-
প্রতিষ্ঠার পূর্বসূরি: Preferential Trade Area (PTA), ১৯৮১ সালে প্রতিষ্ঠিত
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও সামষ্টিক উন্নয়ন সাধন
-
বৈশিষ্ট্য:
-
অঞ্চলভিত্তিক বাণিজ্য চুক্তি
-
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্য, সেবা, পুঁজির মুক্ত চলাচল প্রচার
-
দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক
-

0
Updated: 2 weeks ago
ব্রাসলেস চুক্তি স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত?
Created: 1 week ago
A
৭টি
B
৫টি
C
৯টি
D
৪টি
ব্রাসেলস চুক্তি মূলত সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে করা হয়েছিল।
-
চুক্তিটি ১৭ মার্চ ১৯৪৮ সালে স্বাক্ষরিত হয়।
-
এতে ৫টি দেশ অংশগ্রহণ করে: বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, এবং যুক্তরাজ্য।
-
চুক্তির মূল লক্ষ্য ছিল পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করা।
-
ব্রাসেলস চুক্তির ভিত্তিতে ১৯৪৯ সালে ন্যাটো (NATO) প্রতিষ্ঠার সূচনা হয়।

0
Updated: 1 week ago