A
সাবহা
B
বেনগাজি
C
আল-বায়দা
D
ত্রিপোলি
উত্তরের বিবরণ
লিবিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
লিবিয়া উত্তর আফ্রিকাতে অবস্থিত।
-
আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: ত্রিপোলি
-
ভাষা: আরবি (সরকারি); এছাড়াও ইতালীয় ও ইংরেজি
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: ইসলাম (সুন্নি); এছাড়াও খ্রিস্টধর্ম
-
মুদ্রা: লিবিয়ান দিনার
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি-
Created: 2 weeks ago
A
সাহারা মরুভূমি
B
আরব মরুভূমি
C
কালাহারি মরুভূমি
D
গোবি মরুভূমি
সাহারা মরুভূমি
-
আয়তন: প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার।
-
পরিচিতি: বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি।
-
আকারের দিক থেকে: বিশ্বের ৩য় বৃহত্তম মরুভূমি
-
(১ম অ্যান্টার্কটিকা, ২য় আর্কটিক)।
-
-
অবস্থান: আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% এলাকা জুড়ে বিস্তৃত।
-
বিস্তৃত দেশসমূহ: ১১টি দেশ
-
আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
-

0
Updated: 2 weeks ago
দুই নদীর মধ্যবর্তী সভ্যতা ছিল কোনটি?
Created: 3 days ago
A
গ্রিক সভ্যতা
B
পারস্য সভ্যতা
C
মেসোপটেমিয়া সভ্যতা
D
মিনীয় সভ্যতা
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
মেসোপটেমিয়া সভ্যতা
সাম্রাজ্যের পতন
No subjects available.
মেসোপটেমিয়া সভ্যতা
-
অবস্থান: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকা।
-
অর্থ: "মেসোপটেমিয়া" একটি গ্রিক শব্দ, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
-
প্রাচীনতম সভ্যতা: পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতার অন্যতম।
-
ভৌগোলিক বিস্তার: বর্তমান ইরাকের বেশিরভাগ অঞ্চল, এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতের কিছু অংশ।
-
ধর্ম: বহুঈশ্বরবাদে বিশ্বাসী ছিল।
-
বিভাগ: উত্তর অংশ (অ্যাসেরীয়) ও দক্ষিণ অংশ (মেসোপটেমিয়া)।
মেসোপটেমীয় সভ্যতার পর্যায়
১. সুমেরীয় সভ্যতা
২. ব্যাবিলনীয় সভ্যতা
৩. অ্যাসেরীয় সভ্যতা
৪. ক্যালেডীয় সভ্যতা
অবদানসমূহ
🔹 সুমেরীয় সভ্যতা
-
পৃথিবীর প্রাচীনতম সভ্যতা।
-
চাকা আবিষ্কার (সবচেয়ে বড় অবদান)।
-
জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কার।
🔹 ব্যাবিলনীয় সভ্যতা
-
পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলন (হাম্মুরাবির আইন)।
-
সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন।
-
আইন প্রণয়ন ছিল প্রধান অবদান।
🔹 অ্যাসেরীয় সভ্যতা
-
বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করা।
-
সামরিক শক্তি, যুদ্ধবিদ্যা ও অস্ত্র তৈরিতে অবদান।
🔹 ক্যালেডীয় সভ্যতা
-
৭ দিনে সপ্তাহ গণনা শুরু।
-
প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতি আবিষ্কার।
-
রাজা নেবুচাঁদনেজার এই সভ্যতা গড়ে তুলেছিলেন।
তুলনা
-
মেসোপটেমীয় সভ্যতা: নদীমাতৃক সভ্যতা (টাইগ্রিস ও ইউফ্রেটিস)।
-
গ্রিক সভ্যতা: সাগরমুখী সভ্যতা (Oceanian civilization)।
উৎস:
i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 days ago
ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
Created: 2 weeks ago
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago