A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
উত্তরের বিবরণ
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 2 weeks ago
OPCW’ এর পূর্ণরূপ-
Created: 2 weeks ago
A
Organization for The preservation of weather
B
Organization for the Prohibition of Chemical Weapons
C
Organization for protection of Chemical Weapons
D
Organization for the Prohibition of Cost Wealth
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠা: ২৯ এপ্রিল, ১৯৯৭
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড
-
সমর্থনকারী দেশ: ১৯৩ টি
-
অ-স্বাক্ষরকারী: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
বিশেষ তথ্য: ইসরাইল স্বাক্ষর করেছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন দেয়নি। বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়।
-
অর্জন: ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
Created: 2 weeks ago
A
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
B
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
C
আফ্রিকান ন্যাশনালিস্ট কংগ্রেস
D
আফ্রিকান লিবারেশন পার্টি
নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত তথ্য
-
রাজনৈতিক দল:
-
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
-
-
জন্ম ও ব্যক্তিগত জীবন:
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা
-
প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকা
-
-
রাজনৈতিক কর্মকাণ্ড:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান
-
এফ ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে বর্ণবাদী বিচ্ছিন্নতার অবসান ঘটাতে এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তন সূচনা
-
-
পুরস্কার:
-
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা ও এফ ডব্লিউ ডি ক্লার্ক শান্তিতে নোবেল পুরস্কার লাভ
-
-
স্মৃতিকাহিনী:
-
জীবনী: ‘লং ওয়াক টু ফ্রিডম’
-
প্রকাশ: ১৯৯৪, তার জীবনের প্রথম বছর ও কারাগারের সময়কাল সংক্রান্ত বিবরণ
-
-
-
মৃত্যু:
-
৫ ডিসেম্বর ২০১৩
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago