লিবিয়ার রাজধানীর নাম কী?
A
সাবহা
B
বেনগাজি
C
আল-বায়দা
D
ত্রিপোলি
উত্তরের বিবরণ
লিবিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
লিবিয়া উত্তর আফ্রিকাতে অবস্থিত।
-
আয়তন: ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: ত্রিপোলি
-
ভাষা: আরবি (সরকারি); এছাড়াও ইতালীয় ও ইংরেজি
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: ইসলাম (সুন্নি); এছাড়াও খ্রিস্টধর্ম
-
মুদ্রা: লিবিয়ান দিনার
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
নিচের কোন চুক্তিতে ইরাক ও ইরান অংশগ্রহণ করেছিল?"
Created: 1 month ago
A
ক্যাম্প-ডেভিড চুক্তি
B
তাসখন্দ চুক্তি
C
আলজিয়ার্স চুক্তি
D
কোনটি নয়
আলজিয়ার্স চুক্তি
▪ শাত-ইল-আরব ও ইরানের কোহেস্তানকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ অবস্থার অবসানের লক্ষ্যে আলজেরিয়ার মধ্যস্থতায় “আলিজিয়ার্স চুক্তি” স্বাক্ষরিত হয়।
▪ চুক্তি স্বাক্ষরের তারিখ:- ১৩ জুন, ১৯৭৫ সাল।
▪ চুক্তি অনুমোদন:- ১৯৭৬ সাল (উভয় দেশ কর্তৃক)।
▪ চুক্তির পক্ষ:- ইরান ও ইরাক।
▪ চুক্তি স্বাক্ষরকারী:- ইরানের পক্ষে - শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে - ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন
▪ চুক্তি অকার্যকর:- ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সাল। (ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।)
▪ চুক্তির লক্ষ্য:- ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত পরিস্তিতিতে শান্তিপূর্ণ সহ-অবস্থান, ইরান ও ইরাক কর্তৃক কুর্দিশ বিদ্রোহ দমন ইত্যাদি।
অন্যদিকে,
• তাসখন্দ ও সিমলা চুক্তির পক্ষ সমূহ ভারত ও পাকিস্তান।
• ক্যাম্প-ডেভিড চুক্তির পক্ষ সমূহ মিশর ও ইসরায়েল।

0
Updated: 1 month ago
জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে-
Created: 3 weeks ago
A
WHO
B
ILO
C
FAO
D
WMO
আইএলও (ILO) – International Labour Organization
-
প্রতিষ্ঠা: ১৯১৯ সালে, ভার্সাই চুক্তির পর।
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
সদস্য রাষ্ট্র: ১৮৭টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
জাতিসংঘের সঙ্গে সম্পর্ক: ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
-
বর্তমান মহাপরিচালক: Gilbert F. Houngbo (টোগো) – ২০২২ থেকে দায়িত্বে, প্রথম আফ্রিকান।
-
পুরস্কার: ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
মূল লক্ষ্য: আন্তর্জাতিক শ্রমনীতি ও কর্মসংস্থানের উন্নয়ন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা।

0
Updated: 2 weeks ago
অরেঞ্জ বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল কোন শহর?
Created: 3 weeks ago
A
মিনস্ক
B
ওয়ারশ
C
কিয়েভ
D
তিবিলিসি
অরেঞ্জ বিপ্লব ইউক্রেনে সংঘটিত একটি ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক ঘটনা।
অরেঞ্জ বিপ্লব সম্পর্কিত তথ্য:
-
সংঘটিত: ২০০৪ সালে
-
স্থান: ইউক্রেন, রাজধানী কিয়েভ ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু
-
উদ্দীপনা: প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি ও ব্যাপক দুর্নীতি অভিযোগ তুলে নাগরিকদের প্রতিরোধ আন্দোলন শুরু হয়
-
প্রকৃতি: ধারাবাহিক প্রতিবাদ ও রাজনৈতিক আন্দোলন

0
Updated: 2 weeks ago