আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
উত্তরের বিবরণ
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 2 months ago
নিচের কোনটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার হিসেবে পরিচিত?
Created: 3 weeks ago
A
Medal of Honor
B
Honour for Velour
C
Legion of Honor
D
Victoria Cross
Medal of Honor হলো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার, যা প্রদত্ত হয় সৈনিকদের অসাধারণ সাহসিকতা ও আত্মত্যাগের জন্য।
মূল তথ্য:
-
প্রবর্তিত: নৌবাহিনীর জন্য ১৮৬১, সেনাবাহিনীর জন্য ১৮৬২
-
প্রাথমিকভাবে কেবল সৈনিকদের জন্য, পরবর্তীতে অফিসাররাও পান
-
ধরণ অনুযায়ী:
-
সেনাবাহিনীর মেডাল: শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে বীরত্বের জন্য
-
নৌবাহিনীর মেডাল: যুদ্ধ ও অযুদ্ধক্ষেত্র উভয়ের জন্য (১৯৪২ পর্যন্ত), পরবর্তীতে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের জন্য সীমাবদ্ধ
-
-
বৈশিষ্ট্য:
-
নীল ফিতায় ঝুলানো
-
ফিতার কেন্দ্রে ১৩টি সাদা তারা
-
মেডালের পেছনে খোদাই: "The Congress to…"
-
বিজয়ীর নাম মেডালে উল্লেখিত
-
-
গুরুত্ব: আত্মত্যাগ, বীরত্ব এবং নিষ্ঠার সর্বোচ্চ প্রতীক
অন্য দেশের সমতুল্য সর্বোচ্চ সামরিক খেতাব:
-
ব্রিটেন: Victoria Cross (ভিক্টোরিয়া ক্রস)
-
ফ্রান্স: Legion of Honor (লিজিয়ন অব অনার)
-
জার্মানি: The Cross of Honour for Valour
-
ভারত: Param Vir Chakra (পরম বীর চক্র)
উৎস:

0
Updated: 3 weeks ago
নেলসন ম্যান্ডেলা কোন প্রথম দেশের কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন?
Created: 2 months ago
A
জাম্বিয়া
B
কেনিয়া
C
দক্ষিণ আফ্রিকা
D
নাইজেরিয়া
নেলসন ম্যান্ডেলা
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা।
-
পরিচয়: দক্ষিণ আফ্রিকার কালো জাতীয়তাবাদী নেতা।
-
রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি।
-
রাজনৈতিক জীবন:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান।
-
এফ. ডব্লিউ. ডি ক্লার্ক-এর সাথে মিলে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী এপারথেইড নীতি অবসানে নেতৃত্ব দেন।
-
-
নোবেল পুরস্কার: ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার (ডি ক্লার্ক-এর সাথে যৌথভাবে)।
-
রচনা: Long Walk to Freedom (আত্মজীবনী)।
-
মৃত্যু: ৫ ডিসেম্বর ২০১৩।

0
Updated: 2 months ago
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
Created: 3 weeks ago
A
নিউ ইয়র্ক
B
রোম
C
লিও
D
ওয়াশিংটন ডিসি
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে

0
Updated: 3 weeks ago