মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
A
আব্রাহাম লিংকন
B
থমাস জেফারসন
C
জন অ্যাডামস
D
জর্জ ওয়াশিংটন
উত্তরের বিবরণ
মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কিত তথ্য
-
স্বাধীনতা ও জাতীয় দিবস:
-
স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে
-
জাতীয় দিবস: ৪ জুলাই
-
-
অঙ্গরাজ্য:
-
মোট অঙ্গরাজ্য: ৫০টি
-
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই
-
পতাকায় তারকা সংখ্যা: ৫০টি
-
-
আইনসভা (Congress):
-
দ্বিকক্ষ বিশিষ্ট
-
নিম্নকক্ষ: House of Representatives (হাউস অফ রিপ্রেজেন্টেটিভ)
-
উচ্চকক্ষ: Senate (সিনেট)
-
-
প্রেসিডেন্ট:
-
বর্তমান (আগস্ট ২০২৫): ডোনাল্ড ট্রাম্প (৪৭তম)
-
প্রথম প্রেসিডেন্ট: জর্জ ওয়াশিংটন
-
১৬তম প্রেসিডেন্ট: আব্রাহাম লিংকন
-
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ: ১৮৬৩
-
-
-
অন্যান্য তথ্য:
-
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছে: ফ্রান্স
-
জর্জ ওয়াশিংটন কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
কুড়িল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 2 months ago
A
আর্কটিক মহাসাগর
B
ভারত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
প্রশান্ত মহাসাগর
কুড়িল দ্বীপপুঞ্জ (Kuril Islands)
-
অবস্থান: প্রশান্ত মহাসাগর, জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
ভৌগোলিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য:
-
রাশিয়া ও জাপানের মধ্যে বিতর্কিত দ্বীপপুঞ্জ
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন জাপান থেকে দখল করে নেয়
-
জাপান এই দ্বীপগুলোকে নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
-
প্রধান দ্বীপ: কুনাশির – বিতর্কিত চারটি দ্বীপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম
-
বিরোধের প্রভাব:
-
রাশিয়া ও জাপান আনুষ্ঠানিকভাবে WWII শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি
-
তথ্যসূত্র: Britannica.com, Worldatlas.com

0
Updated: 2 months ago
দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের অবসান হয়?
Created: 3 weeks ago
A
প্রথম বিশ্বযুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
ইউরোপের ধর্ম যুদ্ধ
D
কোনটি নয়
দ্বিতীয় ভার্সাই চুক্তি ও প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি
-
স্বাক্ষর: ১৯১৯ সালের ২৮ জুন, ফ্রান্সের ভার্সাইয়ে।
-
প্রযোজ্য তারিখ: ১০ জানুয়ারি, ১৯২০ থেকে চুক্তি কার্যকর।
-
চুক্তিতে অংশগ্রহণকারী: মূলত মিত্রশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান ইত্যাদি) এবং জার্মানি।
-
মূল শর্ত: জার্মানিকে যুদ্ধের জন্য দোষী সাব্যস্ত করা এবং বিপুল আর্থিক জরিমানা প্রদান।
-
প্রভাব: প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সূত্র:

0
Updated: 3 weeks ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 1 month ago