A
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
B
আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
C
আফ্রিকান ন্যাশনালিস্ট কংগ্রেস
D
আফ্রিকান লিবারেশন পার্টি
উত্তরের বিবরণ
নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত তথ্য
-
রাজনৈতিক দল:
-
নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC)
-
-
জন্ম ও ব্যক্তিগত জীবন:
-
জন্ম: ১৮ জুলাই ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা
-
প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি: দক্ষিণ আফ্রিকা
-
-
রাজনৈতিক কর্মকাণ্ড:
-
১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান
-
এফ ডব্লিউ ডি ক্লার্কের সঙ্গে যৌথভাবে বর্ণবাদী বিচ্ছিন্নতার অবসান ঘটাতে এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তন সূচনা
-
-
পুরস্কার:
-
১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলা ও এফ ডব্লিউ ডি ক্লার্ক শান্তিতে নোবেল পুরস্কার লাভ
-
-
স্মৃতিকাহিনী:
-
জীবনী: ‘লং ওয়াক টু ফ্রিডম’
-
প্রকাশ: ১৯৯৪, তার জীবনের প্রথম বছর ও কারাগারের সময়কাল সংক্রান্ত বিবরণ
-
-
-
মৃত্যু:
-
৫ ডিসেম্বর ২০১৩
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
Created: 2 weeks ago
A
মাদাগাস্কার
B
গ্রিনল্যান্ড
C
বোর্নিও
D
নিউ গিনি
গ্রিনল্যান্ড সম্পর্কিত তথ্য
-
অবস্থান ও আকৃতি:
-
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
-
অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে
-
দ্বীপটির অধিকাংশ উত্তর অর্ধগোলার মধ্যে
-
-
রাজনৈতিক অবস্থা:
-
ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র
-
রাজধানী: নুক (Nuuk)
-
আয়তন: ২১,৬৬,০০০ বর্গ কিমি (প্রায়)
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বীপের আয়তন:
-
নিউ গিনি: ৮২১,৪০০ বর্গ কিমি
-
বোর্নিও: ৭৪৮,১৬৮ বর্গ কিমি
-
মাদাগাস্কার: ৫৮৭,২৯৫ বর্গ কিমি
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 3 days ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
No subjects available.
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 3 days ago
নেলসন ম্যান্ডেলা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
Created: 1 week ago
A
ঘানা
B
কেনিয়া
C
নাইজেরিয়া
D
দক্ষিণ আফ্রিকা
নেলসন ম্যান্ডেলা
-
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা এবং প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি (১৯৯৪-৯৯)।
-
আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) দলের মাধ্যমে দশকের পর দশক বর্ণবাদ আইনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছেন।
-
দলের মূল আদর্শ: “সাদা-কালো ভেদাভেদ নেই, সব মানুষের সমান অধিকার”।
-
১৯৯৪ সালের ২৭ এপ্রিল সাধারণ নির্বাচনে এএনসি বিজয়ী হয়; এটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম গণতান্ত্রিক নির্বাচন।
-
পার্লামেন্টের ৪০০ আসনের মধ্যে এএনসি ২৫২ আসনে জয়ী হয়।
-
১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
ব্যক্তিগত ও সংগ্রাম সম্পর্কিত তথ্য:
-
জন্ম: ১৯১৮ সালের ১৮ জুলাই, কেপটাউনের কুনু গ্রামে।
-
দেশবাসী তাঁকে ভালোবেসে ‘মাদিবা’ বলে ডাকে, অর্থ জাতির জনক।
-
বর্ণবাদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করেছেন।
-
১৯৬৪ সালের ১ জুন নাশকতার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
-
রোবেন দ্বীপে কারাগারে ২৭ বছর কেটেছে।
-
১৯৯০ সালের ২ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক বর্ণবাদী শাসনের অবসান ঘোষণা করেন।
-
১১ ফেব্রুয়ারি নিঃশর্তভাবে মুক্তি পান ম্যান্ডেলা।
-
১৯৯৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
১৯৯৪ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘লং ওয়াক টু ফ্রিডম’।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট

0
Updated: 1 week ago