'কলম্বিয়া' কোন মহাদেশে অবস্থিত?
A
এশিয়া
B
ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
উত্তর আমেরিকা
উত্তরের বিবরণ
কলম্বিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
কলম্বিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
-
আয়তন: ৪৪০,৫৩১ বর্গ মাইল।
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: বোগোটা
-
ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম, মূলত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: পেসো
-
-
অর্থনীতি ও উৎপাদন:
-
প্রধান অর্থকরী ফসল: কফি
-
বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী
-
দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ
-
-
রাষ্ট্র ও সরকার:
-
রাষ্ট্রপতি প্রধান।
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED)-এ কয়টি অনুচ্ছেদ রয়েছে?
Created: 3 weeks ago
A
১১টি
B
৩৩টি
C
৪০টি
D
৪৫টি
গুমবিরোধী আন্তর্জাতিক সনদ (ICPPED) হলো International Convention for the Protection of All Persons from Enforced Disappearance, যা গুম বন্ধ, দায়মুক্তি প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা নিশ্চিত করার জন্য গৃহীত। এটি জাতিসংঘের আওতাধীন একমাত্র কনভেনশন যা এনফোর্সড ডিসএপিয়ারেন্সকে কেন্দ্র করে তৈরি। চুক্তিটি স্বাক্ষরিত হয় ২০ ডিসেম্বর, ২০০৬ এবং কার্যকর হয় ২৩ ডিসেম্বর, ২০১০। সনদে মোট ৪৫টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত।
-
আগস্ট ২৯, ২০২৪ তারিখে বাংলাদেশ ICPPED-এ স্বাক্ষর করেছে
-
৩০ আগস্টকে আন্তর্জাতিক গুমবিরোধী দিবস হিসেবে পালন করা হয়
উৎস:

0
Updated: 3 weeks ago
নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
Created: 3 weeks ago
A
আরব-রাশিয়া
B
চীন-জাপান
C
যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
D
আরব-ইসরাইল
ইয়োম কিপুর যুদ্ধ হলো চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ, যা সংঘটিত হয় ১৯৭৩ সালে।
মূল তথ্য:
-
যুদ্ধের সময়: ইহুদিদের পবিত্র ইয়োম কিপুর দিবসে, এবং মুসলিমদের রমজান মাসে
-
আরব দেশসমূহ তেল অবরোধের মাধ্যমে পাশ্চাত্যকে চাপ দেয়
-
আরব জোটের মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেঙে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে প্রবেশ করে
-
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ মিত্রদের সমর্থন প্রদান করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে
-
যুদ্ধকে এছাড়াও অক্টোবর যুদ্ধ বা রমজান যুদ্ধ নামেও ডাকা হয়
উৎস:

0
Updated: 3 weeks ago