Gorboduc is known as the ________.
A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
উত্তরের বিবরণ
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.
0
Updated: 6 months ago
Which one of the following sentences is correct?
Created: 2 months ago
A
She gave me some useful advices.
B
She gave me some useful advice.
C
She gave me some useful adviceses.
D
She gave me some useful piece of advices.
শব্দ “Advice” সম্পর্কিত তথ্য
| শব্দ | Part of Speech | English Meaning | Bangla Meaning | টিপস |
|---|---|---|---|---|
| Advice | Noun (Uncountable) | An opinion or suggestion about what somebody should do | উপদেশ; পরামর্শ | - Article (a, an) ব্যবহার হয় না। - Plural form নেই। - Plural বলতে গেলে: a piece of advice → two pieces of advice |
উদাহরণ
-
Correct: She gave me some useful advice.
(সে আমাকে কিছু উপকারী পরামর্শ দিয়েছে।) -
Incorrect: She gave me an advice.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Choose the correct time frame of the Neoclassical Period.
Created: 1 month ago
A
1560–1885
B
1760–1885
C
1660–1885
D
1660–1785
The Neoclassical Period (1660–1785)
-
ইংরেজি সাহিত্যে 1660–1785 সময়কে Neoclassical Period বলা হয়।
-
তিন ভাগে বিভক্ত:
-
The Restoration Period
-
The Augustan Age
-
The Age of Sensibility
-
-
একে Pseudo-classical Ageও বলা হয়, কারণ লেখকেরা প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যকে অনুকরণ করেছেন।
বিখ্যাত সাহিত্যিকগণ
-
John Milton
-
John Dryden
-
Jonathan Swift
-
Alexander Pope
-
Henry Fielding
-
Daniel Defoe
0
Updated: 1 month ago
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!" - Who quoted it?
Created: 2 months ago
A
John Keats
B
T.S. Eliot
C
P.B. Shelley
D
John Milton
উক্তি:
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
-
উদ্ধৃতির উৎস: “Ode to the West Wind”
-
কবি: Percy Bysshe Shelley
বিস্তারিত আলোচনা:
-
প্রকাশকাল: ১৮২০
-
কবিতায় Shelley West Wind এর কাছে তাঁর নিজেকে প্রেরণা ও শক্তি দেওয়ার আহ্বান জানান।
-
কবিতার প্রতীকী ভাষা এবং আবেগময় চিত্রায়ণ এটিকে Romantic Period-এর এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে দাঁড় করায়।
-
কবি Cascine wood, Florence, Italy তে এই কবিতা রচনা করেন।
-
কেউ কেউ মনে করেন, কবিটি Shelley এর পুত্র William এর মৃত্যুশোকে উৎসর্গিত।
-
কবিতায় West Wind-এর বিপ্লবী শক্তি এবং প্রাকৃতিক প্রভাবকে সমাদর করা হয়েছে, এবং এটি ব্যক্তিগত ও সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
কবি Percy Bysshe Shelley এর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা:
-
Poems: Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
সারসংক্ষেপ:
এই উক্তি Shelley-এর আবেগ, মানবদুর্দশা এবং প্রাকৃতিক শক্তির প্রতি তাঁর সমর্পণ প্রকাশ করে, যা Romantic কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
0
Updated: 2 months ago