'The Neoclassical Period' is also known as -
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
উত্তরের বিবরণ
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

0
Updated: 5 months ago
What is the term for a person who dislikes humankind?
Created: 1 week ago
A
Philanthropy
B
Misogyny
C
Benevolence
D
Misanthrope

0
Updated: 1 week ago
What is the symbolic role of letters in the novel?
Created: 2 weeks ago
A
They are decorative only
B
They reveal truth and feelings
C
They create misunderstandings
D
They represent wealth
উপন্যাসে একাধিক চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Darcy-র চিঠি Elizabeth-কে সত্য জানায়। Lydia-র পালানোর খবর আসে চিঠির মাধ্যমে। Gardiner-এর চিঠিতে Elizabeth Darcy-র সহায়তার খবর পায়। Austen দেখান—চিঠি হলো সত্য প্রকাশ ও সম্পর্ক বোঝার মাধ্যম। তাই এটি পুরো কাহিনিতে প্রতীকী ভূমিকা পালন করে।

0
Updated: 2 weeks ago
What is 'Hamartia'?
Created: 4 days ago
A
The protagonist's error or flaw
B
A humorous twist in the plot
C
The purification of emotions
D
A minor character in a play
• 'Hamartia' is the protagonist's error or flaw.
• Hamartia:
- An error or flaw in the character of the protagonist of a tragedy.
- এটি একটি গ্রিক শব্দ, যার অর্থ "ত্রুটি" বা "ভুল"। এটি সাহিত্য এবং নাটকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিশেষ করে গ্রিক ট্র্যাজেডিতে, যেখানে প্রধান চরিত্রের নৈতিক বা বুদ্ধিবৃত্তিক ত্রুটি বা ভুল সিদ্ধান্তই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।
- অর্থাৎ, এই literary termsটি দ্বারা , ট্র্যাজিডির protagonist এর চরিত্রের error or flaw বোঝায়।
- এটি protagonist এর চরিত্রে একটি এমন ত্রুটি বা ভুল, যা তার উঁচু সাফল্যের শীর্ষ থেকে তাকে দুঃখ-দুর্দশার নিম্নমুখী অবস্থানে নিয়ে যায়।
- এটি "tragic flaw" হিসেবেও পরিচিত।
- এটি সাধারণত স্বভাবগত বা মনস্তাত্ত্বিক ত্রুটি হতে পারে, যেমন অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস, অথবা মোহ।
- নাটকে, বিশেষ করে গ্রীক ট্র্যাজেডিতে, এটি নায়কের একটি অন্তর্নিহিত ত্রুটি বা ভুল বোঝাবুঝি বোঝায়, যা তার পতনের কারণ হয়। সাধারণত নায়কের চরিত্রগত ত্রুটি বা ভুল বিচারকে বোঝায়, যা তার পতনের দিকে নিয়ে যায়।
- যেমন, শেক্সপিয়রের Othello নাটকে ওথেলোর ঈর্ষা বা Hamlet নাটকে হ্যামলেটের অনিশ্চয়তা Hamartia এর উদাহরণ।

0
Updated: 4 days ago