A
সুরিনাম
B
চিলি
C
পেরু
D
বলিভিয়া
উত্তরের বিবরণ
দক্ষিণ আমেরিকা (South America) সম্পর্কে তথ্য
-
আয়তন ও আকৃতি:
-
দক্ষিণ আমেরিকা হলো চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-
মহাদেশের আকৃতি ত্রিকোণাকৃতি।
-
-
প্রধান শিখর ও নদী:
-
সর্বোচ্চ স্থান: আকাঙ্কাগুয়া
-
দীর্ঘতম ও পৃথিবীর প্রশস্ততম নদী: আমাজান
-
-
দেশ ও দ্বীপপুঞ্জ:
-
মোট ১২টি স্বাধীন দেশ রয়েছে।
-
আয়তনে বৃহত্তম দেশ: ব্রাজিল
-
আয়তনে ক্ষুদ্রতম দেশ: সুরিনাম
-
ফকল্যান্ড দ্বীপ মহাদেশের অন্তর্গত।
-
-
অন্যান্য বৈশিষ্ট্য:
-
ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ’ বলা হয়।
-
নিরক্ষরেখা মহাদেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।
-
তথ্যসূত্র: Worldatlas.com & Britannica.com

0
Updated: 2 weeks ago
বিশ্বের চিনির ভান্ডার নামে কোন দেশটি পরিচিত?
Created: 2 weeks ago
A
ইন্দোনেশিয়া
B
গাম্বিয়া
C
কিউবা
D
প্যারাগুয়ে
কিউবার ভৌগলিক উপনাম
-
উপনাম: "বিশ্বের চিনি ভাণ্ডার"
-
কারণ:
-
বিশাল আখ চাষ
-
ঐতিহাসিক চিনি উৎপাদন ও রপ্তানি
-
দেশের অর্থনীতি মূলত চিনি ও আখ নির্ভর
-
-
প্রধান অর্থকরী ফসল: আখ
-
বিশেষত্ব:
-
উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি আখ চাষের জন্য উপযোগী
-
১৮শ ও ১৯শ শতাব্দীতে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ছিল
-
স্প্যানিশ উপনিবেশিক যুগে আখ চাষ ও ইউরোপে রপ্তানি শুরু
-
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
Created: 2 weeks ago
A
ইউরাল পর্বতমালা
B
আল্পস পর্বতমালা
C
এটলাস পর্বতমালা
D
আন্দিজ পর্বতমালা
আন্দিজ পর্বতমালা (Andes Mountains)
-
বিশেষত্ব: পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা
-
অবস্থান: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর
-
দেশসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা (মোট ৭টি দেশ)
-
দৈর্ঘ্য: প্রায় ৪,৩০০ মাইল
-
প্রস্থ: ১২০–৪৩০ মাইল (প্রায়)
-
উৎপত্তি: পৃথিবীর ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর সংযোগের ফলে
-
বিভাগ: উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ, দক্ষিণ আন্দিজ
তথ্যসূত্র: Worldatlas.com

0
Updated: 2 weeks ago
জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে-
Created: 2 weeks ago
A
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
D
দক্ষিণ চীন সাগর ও আটলান্টিক মহাসাগর
জিব্রাল্টার প্রণালী
-
অবস্থান ও সংযোগ:
-
ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
-
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
-
প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
-
-
বিশেষত্ব:
-
উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করেছে।
-
আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করা সমুদ্রপ্রণালী।
-
গড় গভীরতা: ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
-
উৎস: World Atlas.

0
Updated: 2 weeks ago