মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
A
২ বছর
B
৩ বছর
C
৪ বছর
D
৫ বছর
উত্তরের বিবরণ
মার্কিন কংগ্রেস সম্পর্কিত তথ্য
-
সংজ্ঞা:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা কংগ্রেস নামে পরিচিত।
-
প্রধান কাজ: আইন প্রণয়ন।
-
কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
-
নিম্নকক্ষ (House of Representatives / প্রতিনিধি সভা):
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
মেয়াদ: ২ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ২৫ বছর
-
জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
উচ্চকক্ষ (Senate / সিনেট):
-
আসন সংখ্যা: ১০০টি
-
মেয়াদ: ৬ বছর
-
সদস্য নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স: ৩০ বছর
-
অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
-
নির্বাচন ও দল:
-
হাউস ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
-
বর্তমানে মার্কিন কংগ্রেসে প্রধান দুটি দল: ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি।
-
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

0
Updated: 2 months ago
জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি কোনটি?
Created: 3 weeks ago
A
কার্টাগেনা প্রটোকল
B
কিয়েটো প্রটোকল
C
বাসেল কনভেনশন
D
নাগোয়া প্রটোকল
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol) হলো জৈব-নিরাপত্তা সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা Convention on Biological Diversity-এর অধীনে প্রণীত হয়েছে।
কার্টাগেনা প্রটোকল সম্পর্কে তথ্য:
-
পূর্ণনাম: The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
আলোচনার স্থান: কলম্বিয়ার কার্টাগেনা
-
চুক্তি অনুমোদিত: ২৯ জানুয়ারি, ২০০০
-
চুক্তি কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
উল্লেখযোগ্য অন্যান্য প্রটোকলসমূহ:
-
কিয়োটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ।
-
নাগোয়া প্রটোকল: বন্য প্রাণী সংরক্ষণ সম্পর্কিত।

0
Updated: 2 weeks ago
G-77 কোন অধিবেশনে প্রতিষ্ঠিত হয়েছিল?
Created: 3 weeks ago
A
WTO- এর প্রথম অধিবেশন
B
UNCTAD- এর প্রথম অধিবেশন
C
UNESCO- এর প্রথম অধিবেশন
D
FAO- এর প্রথম অধিবেশন
Group of 77 একটি আন্তর্জাতিক সংগঠন যা মূলত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা ও বৈশ্বিক পর্যায়ে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর উপস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার তারিখ: ১৫ জুন, ১৯৬৪
-
প্রতিষ্ঠাস্থল: জেনেভা, সুইজারল্যান্ড (UNCTAD-এর প্রথম অধিবেশনে)
-
প্রতিষ্ঠার উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা, আলোচনায় ঐক্য গঠন এবং জাতিসংঘে সমন্বিত অবস্থান প্রকাশ
-
প্রধান কার্যালয়: জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্রথম সদস্য সংখ্যা: ৭৭টি দেশ
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ [আগস্ট ২০২৫], তবে নাম G-77 ঐতিহাসিক কারণে অপরিবর্তিত রাখা হয়েছে
-
বাংলাদেশ: ১৯৭৩ সালে সদস্যপদ লাভ করে
-
সাম্প্রতিক কার্যক্রম: ২০২৩ সালে হাভানায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে বৈশ্বিক বৈষম্য কমানোর আহ্বান জানানো হয়
অতিরিক্ত তথ্য হিসেবে উল্লেখযোগ্য,
-
প্রথমবারের মতো “Ministerial Meeting of the Group of 77” অনুষ্ঠিত হয় আলজিয়ার্স (আলজেরিয়া), ১০-২৫ অক্টোবর ১৯৬৭
-
ঐ সম্মেলনে Charter of Algiers গৃহীত হয়
-
এর ফলে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে এবং G-77 বিভিন্ন Chapter প্রতিষ্ঠা করে
উৎস:

0
Updated: 3 weeks ago
'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
Created: 2 months ago
A
মার্টিন লুথার কিং
B
রিচার্ড নিক্সন
C
জন এফ কেনেডি
D
উড্রো উইল্সন
মার্টিন লুথার কিং জুনিয়র সম্পর্কিত তথ্য
-
ব্যক্তিত্ব ও কর্মকাণ্ড:
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম
-
-
জন্ম ও মৃত্যু:
-
জন্ম: ১৫ জানুয়ারি ১৯২৯, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
-
মৃত্যু: ৪ এপ্রিল ১৯৬৮, মেম্ফিস, মার্কিন যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)
-
-
বিখ্যাত কর্মকাণ্ড:
-
১৯৬৩ সালের ২৮ আগস্ট প্রদান করেছিলেন বিখ্যাত ‘I Have a Dream’ ভাষণ
-
ভাষণে তিনি বিচ্ছিন্নতা ও বর্ণবাদমুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বপ্নের কথা বলেছিলেন
-
-
-
পুরস্কার:
-
১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago