A
ব্লুমফন্টেইন
B
জোহানেসবার্গ
C
প্রিটোরিয়া
D
কেপ টাউন
উত্তরের বিবরণ
দক্ষিণ আফ্রিকা সম্পর্কে তথ্য
-
আইনসভা ও সংসদ:
-
দক্ষিণ আফ্রিকার আইনসভা ২ কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
আইনসভার নাম: পার্লামেন্ট
-
উচ্চকক্ষ: National Council
-
নিম্নকক্ষ: National Assembly
-
-
-
রাজধানী:
দক্ষিণ আফ্রিকার ৩টি রাজধানী রয়েছে:-
নির্বাহী রাজধানী: প্রিটোরিয়া
-
সংসদীয় রাজধানী: কেপ টাউন
-
বিচার বিভাগীয় রাজধানী: ব্লুমফন্টেইন
-
-
রাষ্ট্রের নাম ও মুদ্রা:
-
প্রশাসনিক নাম: Republic of South Africa
-
মুদ্রা: র্যান্ড
-

0
Updated: 2 weeks ago
ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ইরাক ও সিরিয়া
B
জর্ডান ও ইসরায়েল
C
ইরান ও কুয়েত
D
তুরস্ক ও লেবানন
ডেড সি (Dead Sea)
-
অন্য নাম: লবণ সাগর
-
অবস্থান: দক্ষিণ-পশ্চিম এশিয়া, জর্ডান ও ইসরায়েলের মধ্যবর্তী অঞ্চল
-
উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩০.৫ মিটার নিচে (পৃথিবীর সর্বনিম্ন স্থলভূমি)
-
লবণাক্ততা: সাধারণ সমুদ্রের তুলনায় প্রায় ১০ গুণ বেশি
-
প্রধান পানির উৎস: জর্ডান নদী
-
প্রাকৃতিক নিষ্কাশন: নেই; পানি প্রধানত বাষ্পীভবনের মাধ্যমে হারায়
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় কবে?
Created: 2 weeks ago
A
২০০৮ সালে
B
২০১০ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
Green Climate Fund (GCF):
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে (COP-16, Cancun, Mexico)।
-
সদরদপ্তর: ইয়েনচিয়ন (Incheon), দক্ষিণ কোরিয়া।
-
মূল উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় (mitigation ও adaptation) অর্থায়ন করা।
-
লক্ষ্যমাত্রা: বছরে 100 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ।
-
গুরুত্ব: এটি UNFCCC-এর আর্থিক প্রক্রিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক তহবিল।
👉 এই টপিকটি পড়ে "Environment & Climate Change" / "International Organizations" অধ্যায়ে প্রশ্ন আসতে পারে।

0
Updated: 2 weeks ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 2 weeks ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago