দক্ষিণ আফ্রিকার নির্বাহী রাজধানীর নাম কী?
A
ব্লুমফন্টেইন
B
জোহানেসবার্গ
C
প্রিটোরিয়া
D
কেপ টাউন
উত্তরের বিবরণ
দক্ষিণ আফ্রিকা সম্পর্কে তথ্য
-
আইনসভা ও সংসদ:
-
দক্ষিণ আফ্রিকার আইনসভা ২ কক্ষ বিশিষ্ট (bicameral)।
-
আইনসভার নাম: পার্লামেন্ট
-
উচ্চকক্ষ: National Council
-
নিম্নকক্ষ: National Assembly
-
-
-
রাজধানী:
দক্ষিণ আফ্রিকার ৩টি রাজধানী রয়েছে:-
নির্বাহী রাজধানী: প্রিটোরিয়া
-
সংসদীয় রাজধানী: কেপ টাউন
-
বিচার বিভাগীয় রাজধানী: ব্লুমফন্টেইন
-
-
রাষ্ট্রের নাম ও মুদ্রা:
-
প্রশাসনিক নাম: Republic of South Africa
-
মুদ্রা: র্যান্ড
-

0
Updated: 2 months ago
নিচের কোনটি RCEP সদস্য রাষ্ট্র নয়? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
চীন
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
ভারত
RCEP (Regional Comprehensive Economic Partnership)
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
প্রকৃতি: আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি (Largest Regional Free Trade Agreement)
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
স্বাক্ষরিত: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর: ১ জানুয়ারি, ২০২২
-
-
স্বাক্ষরকারী দেশ: ১৫টি
ASEAN সদস্য দেশ (১০টি):
-
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
ASEAN সদস্য বহির্ভূত দেশ (৫টি):
-
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড
-
ভূমিকা ও লক্ষ্য:
-
আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি
-
মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ
-
ASEAN-এর FTA কৌশলকে সমর্থন
-
-
বিশেষ দ্রষ্টব্য: ভারত RCEP-এর সদস্য নয়
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 2 months ago
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
Created: 3 weeks ago
A
ফিনল্যান্ড
B
যুক্তরাজ্য
C
নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া
নারীদের ভোটাধিকার প্রাপ্তির দেশসমূহ:
-
নিউজিল্যান্ড: ১৮৯৩ সালে নারীরা প্রথমবার ভোটের অধিকার পান। বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দিতে সক্ষম হন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পান ১৯১৯ সালে।
-
অস্ট্রেলিয়া: ১৯০২ সালে নারীরা ভোট ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার লাভ করে। তবে আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
-
ফিনল্যান্ড: ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার চালু।
-
যুক্তরাজ্য: ১৯১৮ সালে সীমিত ভোটাধিকার (শর্তসাপেক্ষ), ১৯২৮ সালে পূর্ণ ভোটাধিকার।
-
যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে নারীদের ভোটাধিকার স্বীকৃত।
উল্লেখযোগ্য: নিউজিল্যান্ডে নারীরা বিশ্বের প্রথমবার ভোট দিতে সক্ষম হয়েছিলেন, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাসে মাইলফলক।

0
Updated: 2 weeks ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 1 month ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 1 month ago