ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
A
অস্ট্রেলিয়া
B
কানাডা
C
অস্ট্রিয়া
D
মেক্সিকো
উত্তরের বিবরণ
কানাডা সম্পর্কে তথ্য
-
উপাখ্যান: ম্যাপল পাতার দেশ
-
দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং জনজীবনে এর গুরুত্বের কারণে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
-
জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
-
বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০% কানাডা থেকে রপ্তানি হয়।
-
-
অবস্থান ও আয়তন:
-
কানাডা উত্তর আমেরিকাতে অবস্থিত।
-
আয়তনে এটি পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
-
-
রাজধানী ও প্রধান শহর:
-
রাজধানী: অটোয়া
-
বৃহত্তম শহর: টরেন্টো
-
-
রাজনৈতিক ব্যবস্থা:
-
কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
-
তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট

0
Updated: 2 months ago
M-19 কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
Created: 1 week ago
A
রাশিয়া
B
নিকারাগুয়া
C
পেরু
D
কলম্বিয়া
এম-১৯ (M-19) হলো কলম্বিয়ার একটি নগরমুখী মার্কসবাদী গেরিলা সংগঠন, যা দেশের নিজস্ব সমাজতান্ত্রিক মতাদর্শ অনুসরণ করতো।
-
প্রতিষ্ঠা: ১৯৭৩–৭৪, ভিন্নমতাবলম্বী আনাপো সদস্য, অসন্তুষ্ট কমিউনিস্ট ও FARC গেরিলাদের মাধ্যমে।
-
নামকরণ: ১৯৭০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ থেকে দলটির নাম নেওয়া হয়।
-
বৈশিষ্ট্য: আন্তর্জাতিক মডেল অনুসরণ না করে কলম্বিয়ার ইতিহাসভিত্তিক সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ।
-
উল্লেখযোগ্য কর্মকাণ্ড:
-
সিমন বলিভারের তরবারি চুরি।
-
১৯৭৮ সালে বোগোটা অস্ত্রাগারে সুড়ঙ্গ খনন করে অস্ত্র লুণ্ঠন।
-
১৯৮০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের দূতাবাসে অতিথি অপহরণ।
-
-
শান্তি ও রাজনৈতিক রূপান্তর: ১৯৯০ সালের মার্চে শান্তি চুক্তি স্বাক্ষর, এপ্রিল মাসে বৈধ রাজনৈতিক দল আলিয়াঞ্জা ডেমোক্র্যাটিকা এম-১৯ এ রূপান্তর।

0
Updated: 1 week ago
নিচের কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নয়?
Created: 2 months ago
A
ফ্রান্স
B
ভারত
C
জার্মানি
D
পাকিস্তান
জার্মানির পারমাণবিক অবস্থান:
-
জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়।
-
এটি NPT (Non-Proliferation Treaty) এর সদস্য এবং তার নিরাপত্তা নির্ভর করে NATO ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক ছাউনি/নিরাপত্তার ওপর।
-
জার্মান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে, তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের হাতে।
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উদাহরণ:
-
চীন (১৯৬৪)
-
ভারত (১৯৭৪, "Smiling Buddha")
-
পাকিস্তান (১৯৯৮)
উৎস: Britannica, The Daily Star।

0
Updated: 2 months ago
'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
Created: 1 month ago
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
ইংল্যান্ড
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।
অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

0
Updated: 1 month ago