A
৩২টি
B
৩০টি
C
৩৭টি
D
২৫টি
উত্তরের বিবরণ
মৌলিক ধ্বনি
সংজ্ঞা:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলা হয়।
মৌলিক ধ্বনির সংখ্যা: বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
১. মৌলিক স্বরধ্বনি
মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি
মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 2 weeks ago
২১) নাসিক্য বর্ণ কোনটি?
Created: 2 weeks ago
A
শ
B
হ
C
ল
D
ম
নাসিক্য বর্ণ
ধ্বনির উচ্চারণের সময় নাক ও মুখ দিয়ে অথবা কেবল নাক দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয়—এ ধরনের ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি, এবং এদের প্রতীকি বর্ণকে বলা হয় নাসিক্য বর্ণ।
উদাহরণ: ঙ, ঞ, ণ, ন, ম
অন্যান্য বর্ণের উদাহরণ
-
উষ্ম ব্যঞ্জন: স, শ, হ (উষ্ম ধ্বনির উদাহরণ)
-
পার্শ্বিক ব্যঞ্জন: ল (পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
৪) 'Graphem' শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
ধ্বনিমূল
B
বাক্যমূল
C
বর্ণমূল
D
শব্দমূল
ভাষাতত্ত্বের কিছু পারিভাষিক শব্দ
-
Graphem – বর্ণমূল / লিপিমূল
-
Phoneme – ধ্বনিমূল
-
Stem – শব্দমূল
উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)

0
Updated: 2 weeks ago
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
Created: 1 month ago
A
১৩ টি
B
১০ টি
C
১২ টি
D
১১ টি
বর্ণ প্রকরণ (বর্ণের শ্রেণিবিন্যাস)
ধ্বনির প্রতীককে "বর্ণ" বলা হয়।
আমরা যেটা কানে শুনি, সেটিকে লিখে বা চোখে দেখা যায় — এই রূপটিকেই বর্ণ বলে।
একটি ভাষায় যত রকম বর্ণ থাকে, সবগুলো মিলে গঠিত হয় বর্ণমালা।
▸ বাংলা বর্ণমালা
-
বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে।
এর মধ্যে:-
১১টি হলো স্বরবর্ণ
-
৩৯টি হলো ব্যঞ্জনবর্ণ
-
▸ মাত্রাহীন বর্ণ
যে বর্ণগুলো লেখার সময় নিচে কোন মাত্রা ব্যবহার হয় না, সেগুলোকে মাত্রাহীন বর্ণ বলে।
বাংলায় মোট ১০টি মাত্রাহীন বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ৪টি → এ, ঐ, ও, ঔ
-
ব্যঞ্জনবর্ণ: ৬টি → ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
-
▸ পূর্ণমাত্রা বর্ণ
যে বর্ণগুলোর নিচে পূর্ণ মাত্রা (যেমন: -া) ব্যবহার হয়, সেগুলো পূর্ণমাত্রা বর্ণ।
মোট ৩২টি পূর্ণমাত্রা বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ৬টি
-
ব্যঞ্জনবর্ণ: ২৬টি
-
▸ অর্ধমাত্রা বর্ণ
কিছু বর্ণ আছে যেগুলোর মাত্রা অনেকটাই ছোট বা অর্ধেক হয়, সেগুলো অর্ধমাত্রা বর্ণ।
মোট ৮টি অর্ধমাত্রা বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ১টি → ঋ
-
ব্যঞ্জনবর্ণ: ৭টি → খ, গ, ণ, থ, ধ, প, শ
-
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago