A
আশা > আশ
B
আজি > আজ
C
অগুরু > অগ্র
D
উদ্ধার > উধার > ধার
উত্তরের বিবরণ
সম্প্রকর্ষ বা স্বরলোপ
সংজ্ঞা:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলা হয়।
উদাহরণ:
-
বসতি → বস্তি
-
জানালা → জান্লা
স্বরলোপের প্রকারভেদ
-
আদি স্বরলোপ:
-
প্রথম স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলে।
-
উদাহরণ:
-
অলাবু → লাবু → লাউ
-
উদ্ধার → উধার → ধার
-
-
-
মধ্যস্বর লোপ:
-
শব্দের মধ্যে থাকা স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বর লোপ বলে।
-
উদাহরণ:
-
অগুরু → অগ্র
-
সুবর্ণ → স্বর্ণ
-
-
-
অন্ত্যস্বর লোপ:
-
শব্দের শেষে থাকা স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে।
-
উদাহরণ:
-
আশা → আশ
-
আজি → আজ
-
চারি → চার
-
সন্ধ্যা → সঞঝা → সাঁঝ
-
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)

0
Updated: 2 weeks ago
৭) 'হাতি' কোন শ্রেণির শব্দ?
Created: 2 weeks ago
A
তৎসম শব্দ
B
তদ্ভব শব্দ
C
দেশি শব্দ
D
বিদেশি শব্দ
বাংলা শব্দের উৎস অনুযায়ী শ্রেণিবিভাগ
বাংলা শব্দভান্ডারকে উৎস বিবেচনায় চারটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়:
-
তৎসম শব্দ (Tatsama)
-
উৎস: প্রাচীন ভারতীয় আর্যভাষা (সংস্কৃত)
-
বৈশিষ্ট্য: লিখিত রূপে সংস্কৃত শব্দের অনুরূপ
-
উদাহরণ: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
-
পারিভাষিক ক্ষেত্রে: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয়
-
-
তদ্ভব শব্দ (Tadbhava)
-
উৎস: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত, বাংলা ভাষায় স্বতন্ত্র রূপ নেওয়া
-
উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির
-
-
দেশি শব্দ (Deshi)
-
উৎস: বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা
-
উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি
-
-
বিদেশি শব্দ (Bideshi)
-
উৎস: বিদেশী ভাষা ও সাংস্কৃতিক সংস্পর্শের ফল
-
উদাহরণ: আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ভাষার শব্দ
-
ব্যবহার: বাংলা ভাষায় স্থানপ্রাপ্ত বিদেশি শব্দ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 2 weeks ago
কোনটি তদ্ভব শব্দ?
Created: 3 months ago
A
চাঁদ
B
সূর্য
C
নক্ষত্র
D
গগন
• তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
যেমন:
- হাত, পা, মাথা, কান ইত্যাদি।
• চাঁদ শব্দের উৎপত্তি: {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র > (পালি)চন্দ; (প্রাকৃত) চংদ > চাঁদ}। সুতরাং চাঁদ তদ্ভব শব্দ।
অন্যদিকে,
সূর্য, নক্ষত্র, গগন- শব্দগুলো তৎসম শব্দ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

0
Updated: 3 months ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 1 week ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।

0
Updated: 1 week ago