A
বিভাষা
B
আঞ্চলিক ভাষা
C
সাধু ভাষা
D
চলিত ভাষা
উত্তরের বিবরণ
ভাষা সম্পর্কিত পারিভাষিক শব্দসমূহ
-
Patois → আঞ্চলিক ভাষা
-
Foreign language → বিভাষা
-
Classical language; elegant / polished / chaste language → সাধু ভাষা
-
Colloquial language → চলিত ভাষা
উৎস:
-
বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)
-
প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান

0
Updated: 2 weeks ago
সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের–
Created: 2 days ago
A
অর্থ পরিবর্তিত হয়
B
অর্থের অবনতি ঘটে
C
সৌন্দর্য হ্রাস পায়
D
সৌন্দর্য বৃদ্ধি পায়
সমার্থক শব্দ হলো এমন শব্দ, যেগুলো প্রায় একই অর্থ বহন করে। লেখালেখি বা বক্তৃতায় একই শব্দ বারবার ব্যবহার করলে ভাষা একঘেয়ে হয়ে যায়।
কিন্তু সেখানে সমার্থক শব্দ ব্যবহার করলে ভাষা হয় সাবলীল, বৈচিত্র্যময় ও কাব্যিক। এতে বাক্যের অর্থ পরিবর্তিত হয় না, বরং ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায়।
👉 উদাহরণ:
-
"শান্তি চাই" → "নির্মলতা চাই"
-
"আনন্দ পেলাম" → "সুখ লাভ করলাম"
দুটো ক্ষেত্রেই অর্থ একই থাকছে, তবে সমার্থক শব্দ ব্যবহারের কারণে বাক্যের ভঙ্গি ও সৌন্দর্য বেড়ে গেছে।

0
Updated: 2 days ago
'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 15 hours ago
A
অর্ণব
B
অর্ক
C
প্রসূন
D
পল্লব
সূর্য শব্দের সমার্থক শব্দ
-
অর্ক হলো সূর্যের সমার্থক একটি গুরুত্বপূর্ণ শব্দ।
-
সূর্যের আরও সমার্থক শব্দ হলো: আদিত্য, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।
অন্যান্য সমার্থক শব্দ
-
অর্ণব শব্দের সমার্থক: সমুদ্র।
-
প্রসূন শব্দের সমার্থক: ফুল, পুষ্প, মুকুল।
-
পল্লব শব্দের সমার্থক: বৃক্ষ, গাছ, শাখা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 15 hours ago
‘নদী’- এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
সরিৎ
B
নগ
C
গিরি
D
বিহগ
'নদী' - এর সমার্থক শব্দ 'সরিৎ', তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী। নগ বা গিরি অর্থ পাহাড়। আর বিহগ অর্থ বিহঙ্গ বা পাখি।

0
Updated: 2 weeks ago