২৬) মধ্যস্বর লোপ পেয়েছে নিচের কোন উদাহরণে?
A
আশা > আশ
B
আজি > আজ
C
অগুরু > অগ্র
D
উদ্ধার > উধার > ধার
উত্তরের বিবরণ
সম্প্রকর্ষ বা স্বরলোপ
সংজ্ঞা:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলা হয়।
উদাহরণ:
-
বসতি → বস্তি
-
জানালা → জান্লা
স্বরলোপের প্রকারভেদ
-
আদি স্বরলোপ:
-
প্রথম স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলে।
-
উদাহরণ:
-
অলাবু → লাবু → লাউ
-
উদ্ধার → উধার → ধার
-
-
-
মধ্যস্বর লোপ:
-
শব্দের মধ্যে থাকা স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বর লোপ বলে।
-
উদাহরণ:
-
অগুরু → অগ্র
-
সুবর্ণ → স্বর্ণ
-
-
-
অন্ত্যস্বর লোপ:
-
শব্দের শেষে থাকা স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে।
-
উদাহরণ:
-
আশা → আশ
-
আজি → আজ
-
চারি → চার
-
সন্ধ্যা → সঞঝা → সাঁঝ
-
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)

0
Updated: 2 months ago
নিচের কোনটি তদ্ভব শব্দের উদাহরণ?
Created: 1 month ago
A
মই
B
জোছনা
C
পাতা
D
কাগজ
পাতা- তদ্ভব শব্দের উদাহরণ। তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব’ (উৎপন্ন)। যেমন – সংস্কৃত হস্ত, প্রাকৃত – হথ, তদ্ভব – হাত। সংস্কৃত – চর্মকার, প্রাকৃত – চম্মআর, তদ্ভব – চামার ইত্যাদি। একইভাবে সংস্কৃত ‘চন্দ্র’ শব্দ থেকে ‘চাঁদ’ শব্দটি উৎপন্ন হয়েছে। এই তদ্ভব শব্দগুলোকে খাটি বাংলা শব্দও বলা হয়।

0
Updated: 1 month ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 1 month ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।

0
Updated: 1 month ago
কোনটি তদ্ভব শব্দ?
Created: 5 months ago
A
চাঁদ
B
সূর্য
C
নক্ষত্র
D
গগন
• তদ্ভব শব্দ:
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
যেমন:
- হাত, পা, মাথা, কান ইত্যাদি।
• চাঁদ শব্দের উৎপত্তি: {(তৎসম বা সংস্কৃত) চন্দ্র > (পালি)চন্দ; (প্রাকৃত) চংদ > চাঁদ}। সুতরাং চাঁদ তদ্ভব শব্দ।
অন্যদিকে,
সূর্য, নক্ষত্র, গগন- শব্দগুলো তৎসম শব্দ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

0
Updated: 5 months ago