২৫) 'Patois' এর পারিভাষিক শব্দ -
A
বিভাষা
B
আঞ্চলিক ভাষা
C
সাধু ভাষা
D
চলিত ভাষা
উত্তরের বিবরণ
ভাষা সম্পর্কিত পারিভাষিক শব্দসমূহ
-
Patois → আঞ্চলিক ভাষা
-
Foreign language → বিভাষা
-
Classical language; elegant / polished / chaste language → সাধু ভাষা
-
Colloquial language → চলিত ভাষা
উৎস:
-
বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)
-
প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান

0
Updated: 2 months ago
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 months ago
A
পৃথ্বী
B
নীর
C
ক্ষিতি
D
অবনী
‘অদিতি’ শব্দটি দ্বারা বোঝানো হয় পৃথিবী।
• 'পৃথিবী' শব্দের সমার্থক বা প্রতিশব্দগুলো হলো:
জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।
অন্যদিকে,
• ‘নীর’ শব্দটি পানির অর্থ প্রকাশ করে।
• 'পানি' শব্দের সমার্থক শব্দসমূহ হলো:
জল, নীর, উদক, সলিল, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি।
তথ্যসূত্র: ড. হায়াৎ মামুদ রচিত ভাষা-শিক্ষা গ্রন্থ এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago
৩৩) 'উদক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
পর্বত
B
পানি
C
মেঘ
D
হাতি
পানি’ শব্দের সমার্থক শব্দ
-
জল
-
নীর
-
উদক
-
সলিল
-
পানি
-
অপ
-
প্রানদ
-
তোয়
-
জীবন
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago
'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
অর্ণব
B
রাতুল
C
অর্ক
D
জলধি
‘আফতাব’ শব্দের সমার্থক শব্দ হলো ‘অর্ক’
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দগুলো হলো:
অর্ক, আফতাব, আদিত্য, মিহির, অরুণ, রবি, তপন, মার্তণ্ড, সবিতা ইত্যাদি।
অন্যদিকে,
‘অর্ণব’ এবং ‘জলধি’ শব্দ দুটি সমুদ্রের জন্য ব্যবহৃত হয়।
আর ‘রাতুল’ শব্দের অর্থ হলো লাল বা রক্তবর্ণ।
উৎস: ভাষা-শিক্ষা (ড. হায়াৎ মামুদ), বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago