A
সাধিত শব্দ
B
রূঢ়ি শব্দ
C
মৌলিক শব্দ
D
যোগরূঢ় শব্দ
উত্তরের বিবরণ
গঠন বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ
বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত এই দুই ভাগে ভাগ করা যায়।
১. মৌলিক শব্দ
-
সংজ্ঞা: যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ পাওয়া যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
-
উদাহরণ: গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।
২. সাধিত শব্দ
-
সংজ্ঞা: যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
-
উপায়: উপসর্গ বা প্রত্যয় যোগ করা, অথবা সমাস প্রক্রিয়া।
-
উদাহরণ: পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ।
৩. অর্থানুসারে শব্দ
-
তিন প্রকার:
-
যৌগিক শব্দ
-
রূঢ়ি শব্দ
-
যোগরূঢ় শব্দ
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
কোনটি মৌলিক শব্দ?
Created: 5 days ago
A
মানব
B
গোলাপ
C
একাঙ্ক
D
ধাতব
গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়।
যথা:
- মৌলিক শব্দ ও
- সাধিত শব্দ।
• মৌলিক শব্দ:
যে-সব শব্দ বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, গােটা শব্দটাই নিজে নিজেই সম্পূর্ণ হয়ে আছে বা স্বয়ংসিদ্ধ, তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দ ভা চাইলেও তার ভগ্ন বা বিশ্লিষ্ট অংশের কোনাে অর্থ হয় না; সে কারণে অবিভাজ্য ও অর্থযুক্ত শব্দই মৌলিক শব্দ অর্থাৎ স্পষ্ট অর্থ ও অবিভাজ্যতাই মৌলিক শব্দের প্রধান বৈশিষ্ট্য।
যেমন- মা, পা, ঘােড়া, উট, বউ, গােলাপ, নাক, লাল, শাল, তিন, লতা ইত্যাদি।
• সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন- পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন: ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।
অন্যদিকে,
মানব, একাঙ্ক, ধাতব ইত্যাদি সাধিত শব্দ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 5 days ago
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, তাকে কী বলে?
Created: 1 week ago
A
মৌলিক শব্দ
B
যৌগিক শব্দ
C
রূঢ়ি শব্দ
D
সাধিত শব্দ
বাংলা শব্দের প্রকারভেদ
-
মৌলিক শব্দ
-
বিশ্লেষণ করা যায় না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে।
-
উদাহরণ: গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি
-
-
সাধিত শব্দ
-
মৌলিক শব্দ বা ধাতুর সঙ্গে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি যুক্ত হয়ে গঠিত।
-
উদাহরণ: দেশি, মাটির, বোনের, হাতগুলো, বউটি, গোলাপী, ভাইয়ে
-
-
রূঢ়ি শব্দ
-
উপসর্গ বা প্রত্যয় যুক্ত হলেও মূল শব্দের অর্থ অনুসরণ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
উদাহরণ: হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ, মন্দির
-
-
যৌগিক শব্দ
-
ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ একই ধরনের শব্দ।
-
উদাহরণ: গায়ক, দৌহিত্র, কর্তব্য, বাবুয়ানা, চিকামারা, মধুর, শয়ন, গুণবান
-

0
Updated: 1 week ago
কোনটি মৌলিক শব্দ?
Created: 1 week ago
A
ভাইয়ে
B
গোলাপী
C
বউটি
D
গোলাপ
মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন-
- গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি।
অন্যদিকে,
সাধিত শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায়, এক কথায় তাকেই বলা হয় সাধিত শব্দ।
- অন্যভাবে বলা যায়, মৌলিক শব্দ বা ধাতুর সাথে বিভিন্ন প্রকার প্রত্যয়, বিভক্তি, উপসর্গ যোগ করে যে শব্দ গঠিত হয়, তাকে বলা হয় সাধিত শব্দ ।
যেমন-
- দেশি, মাটির, বোনের, হাতগুলো, বউটি, গোলাপী, ভাইয়ে ইত্যাদি।

0
Updated: 1 week ago