A
লোচন
B
শর্বরী
C
কুন্তল
D
বিভাবরী
উত্তরের বিবরণ
সমার্থক শব্দসমূহ
-
চুল → কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী
-
চোখ → চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন
-
রাত্রি → রাজনী, যামিনী, রাত, নিশা, নিশীথিনী, ক্ষণদা, শর্বরী, বিভাবরী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
কোন শব্দটি ঘোড়ার সমার্থক?
Created: 4 days ago
A
তুরঙ্গ
B
ভূজঙ্গ
C
কুরঙ্গ
D
বিহঙ্গ
যেসকল শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে। রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন হয়।
‘অশ্ব’ শব্দের সমার্থক শব্দ: ঘোড়া, ঘোটক, হয়, বাহ, বাজী, তুরঙ্গ, মতুরগ, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, ঘোটকী, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা ইত্যাদি। গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: ‘অর্ক’ শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
‘তিমির’ শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি। ‘অম্বর’ শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি। কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

0
Updated: 4 days ago
১৩) 'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
পানি
B
পদ্ম
C
মেঘ
D
বৃক্ষ
রাজীব [বিশেষ্য পদ]
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ:
-
পদ্ম
-
কমল
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দসমূহ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 days ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
সমার্থক শব্দের উদাহরণ
১. ময়ূর
-
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
-
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
২. সাপ
-
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
-
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 days ago