২৩) 'চুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
A
লোচন
B
শর্বরী
C
কুন্তল
D
বিভাবরী
উত্তরের বিবরণ
সমার্থক শব্দসমূহ
-
চুল → কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী
-
চোখ → চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন
-
রাত্রি → রাজনী, যামিনী, রাত, নিশা, নিশীথিনী, ক্ষণদা, শর্বরী, বিভাবরী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 2 months ago
‘পৃথিবী’-এর সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 weeks ago
A
ভূধর
B
অবনী
C
ধরিত্রী
D
ধরণি
'পৃথিবী' এর সমার্থক শব্দ: জগৎ; বিশ্ব; ভূবন; দুনিয়া; সংসার; সৃষ্টি; বসুধা; বসুন্ধরা; ধরা; ধরণী; ধরিত্রী; ধরাতল; ভূতল; পৃথ্বী। ভূধর এর সমার্থক শব্দ: ভূভৃৎ, পর্বত, পৃথিবী।

0
Updated: 2 weeks ago
‘শর্বরী’ শব্দের সমর্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
দিবস
B
সকাল
C
সন্ধ্যা
D
রাত্রি
শর্বরী শব্দের সমার্থক শব্দ - রজনী, রাত্রি, যামিনী।

0
Updated: 1 month ago
‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
Created: 2 months ago
A
বারিধি
B
নলিনী
C
অপ
D
পয়ঃ
পানি শব্দের প্রতিশব্দ: জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু, অম্ভঃ ইত্যাদি। ‘বারিধি’ শব্দের সমার্থক শব্দ ‘সাগর’। ‘নলিনী’ শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।

0
Updated: 2 months ago