A
Prometheus Unbound
B
Queen Mab
C
The Revolt of Islam
D
Adonais
উত্তরের বিবরণ
• The required answer is - The Revolt of Islam
• Cythna and Laon:
-
Characters from Percy Bysshe Shelley’s The Revolt of Islam (1818).
-
Originally published in 1817 as Laon and Cythna: or The Revolution in the Golden City, A Vision of the Nineteenth Century.
-
The poem is an epic political work in twelve cantos, where Laon and Cythna embody love and revolutionary ideals, opposing a tyrannical ruler and striving for a just and free society.
• Percy Bysshe Shelley:
-
A Romantic poet, also known as the Revolutionary Poet and Lyrical Poet.
-
Notable works include:
-
Adonais
-
Prometheus Unbound
-
A Defense of Poetry
-
Ode to the West Wind
-
To a Skylark
-
The Revolt of Islam
-
Alastor
-
Ozymandias
-
Queen Mab
-
The Cloud
-
Music
-
The Mask of Anarchy
-

0
Updated: 2 weeks ago
Which season dominates Ode to the West Wind?
Created: 4 days ago
A
Summer
B
Autumn
C
Winter
D
Spring
“Ode to the West Wind” মূলত শরৎ ঋতুকে কেন্দ্র করে লেখা। কবি পশ্চিম বাতাসকে শরতের প্রাণশক্তি বলেছেন। শরতের বাতাস মৃত পাতাকে উড়িয়ে নিয়ে যায় এবং বীজকে মাটির নিচে লুকিয়ে রাখে। পাতার পতন মৃত্যু বা ক্ষয়ের প্রতীক, আর বীজ সংরক্ষণ নতুন জন্মের প্রতীক। তাই শরৎকে Shelley একসাথে ধ্বংস ও সংরক্ষণের ঋতু হিসেবে উপস্থাপন করেছেন।

0
Updated: 4 days ago
Which sense is most vividly appealed to in “living hues and odours”?
Created: 4 days ago
A
Sight and Smell
B
Hearing and Touch
C
Taste and Hearing
D
Touch and Smell
“Living hues and odours” লাইনে Shelley একসাথে দৃষ্টি (hues = রঙ) এবং ঘ্রাণ (odours = সুবাস) ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। এটি একটি সমৃদ্ধ Imagery। বসন্ত এলে পৃথিবী রঙিন হয়ে ওঠে ফুলে-ফলে, আর চারদিকে সুবাস ছড়িয়ে পড়ে।
Shelley এখানে ইন্দ্রিয়গত অভিজ্ঞতাকে কবিতায় মিলিয়ে দিয়েছেন, যাতে পাঠকরা শুধু কল্পনায় নয়, অনুভবেও বসন্তকে উপলব্ধি করতে পারে। এভাবে তিনি West Wind-এর সৃজনশীল ভূমিকা দেখিয়েছেন—যা পৃথিবীকে নতুন রঙ ও সুবাসে ভরিয়ে দেয়।

1
Updated: 4 days ago
Which emotions are absent from Skylark’s song?
Created: 4 days ago
A
Fear, anger, and hatred
B
Languor, annoyance, and satiety
C
Love, hope, and joy
D
Pain, tears, and sorrow
Shelley বলেন, Skylark-এর গানে ক্লান্তি (languor), অসন্তোষ (annoyance), আর তৃপ্তিহীনতার বেদনা (satiety) নেই। তার গান একেবারেই খাঁটি আনন্দের প্রতীক। এটি মানুষের জীবনের বিপরীত, যেখানে দুঃখ সবসময় আনন্দের সঙ্গে মিশে থাকে।

1
Updated: 4 days ago